১ min আগের আপডেট

বরিশাল জেলার নামের ইংরেজি বানান পরিবর্তন অযৌক্তিক

বরিশাল টাইমস রিপোর্ট ৪:১৪ অপরাহ্ণ, এপ্রিল ২, ২০১৮

গণমাধ্যমে প্রকাশিত সংবাদ মারফত জানতে পারলাম যে, যশোর, চট্টগ্রাম, বরিশাল, কুমিল্লা ও বগুড়া জেলার নামের ইংরেজি বানান পরিবর্তন করা হচ্ছে। বাংলা নামের সঙ্গে মিল করতে এ পরিবর্তন আনা হচ্ছে বলেপ্রকাশিত সংবাদে বলা হয়েছে।

বর্তমানে চট্টগ্রামের ইংরেজি বানান Chittagong, কুমিল্লার বানান Comilla, বরিশাল বানান Barisal, যশোরের বানান Jessore ও বগুড়ার বানান Bogra।

নাম পরিবর্তনের এই সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকে আমাকে ব্যক্তিগতভাবে বহুসংখ্যক মানুষ ফোন করে অথবা সরাসরি কথা বলে ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেছেন। আমিও ব্যক্তিগতভাবে এই নামের বানান পরিবর্তনের ঘোরবিরোধী। কারণ নামতো নামই, নামের বানান যেটা প্রথম থেকে লেখা হয়, সেটাতেই আমরা সকলে অভ্যস্থ

Chittagong এর পরিবর্তে বানান Chattagram, Barisal এর পরিবর্তে Barishal, Comilla এর পরিবর্তে Kumilla, Jessore এর পরিবর্তে Jashore এবং Bogra এর পরিবর্তে Bagura করার প্রস্তাব অনুমোদনের জন্য প্রশাসনিক পুনর্বিন্যাস-সংক্রান্ত জাতীয় বাস্তবায়ন কমিটির (নিকার) সভায়উঠতে যাচ্ছে বলে ওই সংবাদে বলা হয়েছে।

আমার জন্ম যশোর জেলায়। প্রতিষ্ঠালগ্ন থেকে আমরা ইংরেজিতে Jessore লিখে আসছি। শুধু যশোর নয়, কোন জেলারই এই নামের ইংরেজি বানান পরিবর্তনের আদৌ কোন দরকার বা প্রয়োজন নেই। তাছাড়া নামের বানান পরিবর্তনের জন্য স্থানীয় অধিবাসী বা নাগরিক সমাজের পক্ষ থেকে কোন দাবি আছে বলে আমার জানা নেই।

নাম পরিবর্তনের এই সংবাদ প্রকাশিত হওয়ার পর থেকে আমাকে ব্যক্তিগতভাবে বহুসংখ্যক মানুষ ফোন করে অথবা সরাসরি কথা বলে ক্ষোভ ও হতাশা ব্যক্ত করেছেন। আমিও ব্যক্তিগতভাবে এই নামের বানান পরিবর্তনের ঘোরবিরোধী। কারণ নামতো নামই, নামের বানান যেটা প্রথম থেকে লেখা হয়, সেটাতেই আমরা সকলে অভ্যস্থ।

এই নামের বানান পরিবর্তন হলে স্থানীয় অধিকাংশ মানুষের মনে তীব্র ক্ষোভের সঞ্চার হবে, অহেতুক বিতর্ক বাড়বে। তাই প্রধানমন্ত্রী শেখ হাসিনাসহ সংশ্লিষ্ট সবার কাছে বিনীত অনুরোধ, যে ৫টি জেলার নামের ইংরেজি বানান পরিবর্তন করার কথা বলা হচ্ছে, সেই সিদ্ধান্ত গ্রহণ না করার জন্য।

লেখক : সংবাদিক।

পাঠকের মন্তব্য

সম্পাদক: হাসিবুল ইসলাম
বার্তা সমন্বয়ক : তন্ময় তপু
ব্যবস্থাপনা সম্পাদক : মো. শামীম
প্রকাশক: তারিকুল ইসলাম

নীলাব ভবন (নিচ তলা), দক্ষিণাঞ্চল গলি,
বিবির পুকুরের পশ্চিম পাড়, বরিশাল- ৮২০০।
ফোন: ০৪৩১-৬৪৮০৭, মোবাইল: ০১৭১১-৫৮৬৯৪০
ই-মেইল: [email protected], [email protected]
© সর্বস্বত্ব স্বত্বাধিকার সংরক্ষিত বরিশালটাইমস

rss goolge-plus twitter facebook
TECHNOLOGY:
টপ
  বরিশালে দুর্বৃত্তদের গুলিতে ইউপি চেয়ারম্যান নিহত    উজিরপুর জল্লা ইউপি চেয়ারম্যানকে গুলি করে হত্যা  বরিশাল ঢাকা আকাশ পথে সপ্তাহে বিমানের ৭টি ফ্লাইট  পটুয়াখালীতে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা  পিরোজপুরের কাউখালীর শিয়ালকাঠী ইউপির দুটি কেন্দ্রে ভোট ৩ অক্টোবর  কুয়াকাটায় মাছ ধরতে গিয়ে ৩৩ জে‌লে নিখোঁজ  গৌরনদীতে বাস-মাহিন্দ্রা সংঘর্ষে আহত ১৫  বঙ্গোপসাগরে আড়াইশ জেলেসহ ১৫ ট্রলার ডুবি  যমুনায় পানি বৃদ্ধি, সিরাজগঞ্জের ২৫ শিক্ষা প্রতিষ্ঠানে পাঠদান বন্ধ
error: Content is protected by BarishalTimes !!