২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

অবহেলিত বরিশাল সিটির ৬নং ওয়ার্ড এর বাসিন্দারা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:৫৭ অপরাহ্ণ, ১৬ জুলাই ২০১৮

  • বরিশাল সিটির ৬ নং ওয়ার্ড উত্তর আমানত গঞ্জ থেকে হাটখোলা পর্যন্ত মোট ভোটার সংখ্যা প্রায় সারে দশ হাজার।কোন পরিবর্তন নেই সেখানকার বাসিন্দাদের।উন্ন্যয়ন কি যানেন না সেখানকার মানুষ।সব কিছুর পরিবর্তন হলেও তাদের ভাগ্য হয়না পরিবর্তন।বিগত দিনে কাউন্সিলর পরিবর্তন হয়েছে তিনবার কিন্তু তাদের ভাগ্যর কোন পরিবর্তন নেই।২০০৩ থেকে ২০১৮ এর মধ্যে সাধারণ মানুষের প্রতিনিধি থাকা মানুষগুলো নানা প্রতিশ্রতি দিয়ে যায় নির্বাচনের আগে।নির্বাচন শেষে আর কোন খোজ খবর নেয় না।২০১৩ সালে বরিশাল সিটি কর্পোরেশন নির্বাচনে হাবিবুর রহমান টিপু বিজয়ী লাভ করে কাউন্সিলর হন।কিন্তু তার পর থেকে তাকে আর দেখেনা সাধারণ মানুষের মাঝে নির্বাচন এর আগে নানা আশ্বাস দিয়ে ছিলেন হাবিবুর রহমান টিপু।বরিশালের উত্তর আমানত গঞ্জ এর শেষমাথা ৬নং ওয়ার্ডের মুরার বাড়ীর সেই বাড়ি মোট ভোটার সংখ্যা প্রায় শতাধিক।একটু জোয়ার এর পানি বেশী হলে দেখা যায়না সেই বাড়ির কোন রাস্তা ঘাট জোয়ার এর পানিতে তলিয়ে যায়।সেইবাড়ির বাসিন্ধারা জানায় যে নির্বাচনের আগে তাদের দেওয়া হয়েছে মিথ্যা প্রতিশ্রতি।মুরার বাড়ির বাসিন্ধা কষ্টের কথা জানান যে বাড়ির ভিতর একবার প্রবেশ করলে আর বের হওয়া যায় না কাপর ভিজে যায়। সরজমিনে দেখা যায় সিটির কোন সুযোগ সুবিধা নেই তাদের বাড়িতে নেই কোন রোডলাইন রাতের অন্ধকারে তাদের চলতে তাদের নানা সমস্যায় পরতে হয়।বারবার চলমান কাউন্সিলরকে অবহিত করলে ও কোন রকম নুন্যতম সুবিধা মেলেনি তাদের।২০১৮ এর নির্বাচনকে সামনে রেখে অত্রবাড়ির মানুষ যখন তার দিকে অভিযোগের
  • তীর উঠায় যে হাবিবুর রহমান বারবার মিথ্যা আশ্বাস দিয়ে যাচ্ছে ঠিক তখন তার কর্মীদের পাঠিয়ে দিয়ে রাস্তার কাজ খুভ শীগ্রহ শুরু করা হবে বলে আশ্বাস দেয়।বাড়ির বাসিন্দা মেন্না তার লোকের কাছে যানতে চাইলে বলে যে রাস্তার সকল মালামাল তার বাসার সামনে আছে নির্বাচন শেষ হলে দ্রুত রাস্তার কাজ শুরু করা হবে।
  • ৬নং ওয়ার্ড এর আরেক অংশ হাটখোলা দপ্তরখানার চিত্র তেমন কোন পরির্বতন নেই নেই কোন ভাল ড্রেনেজ ব্যাবস্থা একটু বর্ষা হলে রাস্তায় পানি উঠে যায় ডাস্টবিনের অভাবে মানুষ রাস্তায় ময়লা আবর্জনার স্তূপ করে রাখে। পথচারীসহ স্থানীয় বাসিন্ধাদের চলতে বেশ বেফ পেতে হয়।কেবল তার একনিষ্ঠ কর্মির জন্য মিলেছে নানা সুযোগ সুবিধা।
5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন