১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

অস্ত্র মামলায় একজনের ১০ বছরের কারাদণ্ড

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:০০ অপরাহ্ণ, ২৫ সেপ্টেম্বর ২০১৮

পুলিশের দায়ের করা অস্ত্র মামলায় সরোয়ার জমাদ্দার নামে একজনকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত।

সোমবার (২৪ সেপ্টেম্বর) বরিশালের জেলা ও দায়রা জজ আদালতের বিচারক সৈয়দ এনায়েত হোসেন আসামির উপস্থিতিতে এ দণ্ডাদেশ দেন।
সরোয়ার নলছিটির ইছাপাশা গ্রামের মৃত আলতাফ জমাদ্দারের ছেলে।

আদালত সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ৭ জুন ডাকাত সন্দেহে সরোয়ারকে আটক করে কাজীরহাট থানা পুলিশ। আটকের পরে জিজ্ঞাসাবাদে সরোয়ার তার কাছে রক্ষিত আগ্নেয়াস্ত্রের কথা পুলিশকে জানায়। তার স্বীকারোক্তি অনুযায়ী কাজিরহাট থানা পুলিশ বাকেরগঞ্জের বোয়ালিয়া বাজার এলাকায় অভিযান চালিয়ে একটি দেশীয় তৈরি পাইপগান ও দু’টি কার্তুজ উদ্ধার করে।

এ ঘটনায় ৯ জুন বাকেরগঞ্জ থানায় একটি মামলা দায়ের করেন কাজীরহাট থানার ওসি শওকত আনোয়ার ইসলাম।

একই বছরের ২৮ জুন আসামিকে অভিযুক্ত করে আদালতে চার্জশিট দাখিল করেন মামলার তদন্তকারী কর্মকর্তা বাকেরগঞ্জ থানার এসআই সিরাজুল ইসলাম।

আদালতে ১০ জনের সাক্ষ্যগ্রহণ শেষে আজ এ রায় দেওয়া হয়।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন