২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

অস্ত্র মামলায় একজনের ১৭ বছরের কারাদণ্ড

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:২৬ অপরাহ্ণ, ১৮ অক্টোবর ২০১৮

অবৈধভাবে আগ্নেয়াস্ত্র রাখার অপরাধে বরিশালে মাহবুব আলম নামে এক ব্যক্তিকে ১৭ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মাহবুব চাপাইনবাবগঞ্জ জেলার রহনপুর নুনগোলা এলাকার বাসিন্দা জাইদুর রহমানের ছেলে।

বুধবার (১৭ অক্টোবর) বরিশালের জেলা জজ মহসিনুল হক বিচারাধীন বরিশালের জন নিরাপত্তা বিঘ্নকারী অপরাধ দমন ট্রাইব্যুনাল এ রায় দেন।

আদালত ও মামলা সূত্রে জানা গেছে, ২০১৬ সালের ১ আগস্ট গোপন সংবাদের ভিত্তিতে সরকারি সৈয়দ হাতেম আলী কলেজের সংলগ্ন এলাকায় অভিযান চালায় কোতয়ালি মডেল থানা পুলিশ। অভিযানে দু’টি ম্যাগজিন, পাঁচ রাউন্ড গুলি ও আমেরিকার তৈরি একটি পিস্তলসহ মাহবুবকে আটক করা হয়।

এ ঘটনায় মামলা দায়েরের ছয় মাস পর তদন্তকারী কর্মকর্তা একই থানার উপ-পরিদর্শক (এসআই) শামীম হোসেন আদালতে অভিযোগপত্র দাখিল করেন।

আদালত ১০ জনের মধ্যে সাতজনের সাক্ষ্যগ্রহণ শেষে অবৈধভাবে পিস্তল রাখায় ১০ বছর এবং গুলি রাখায় সাত বছর কারাদণ্ড দেন।

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন