২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

আজ আরাফার দিন, কিছু আমল যা আপনিও করতে পারবেন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৫৮ অপরাহ্ণ, ২০ আগস্ট ২০১৮

আগামীকাল পবিত্র হজ পালিত হতে যাচ্ছে। আজ হজের আগের দিন। আজকের দিনে হাজি সাহেবান আরাফার ময়দানে অবস্থান করছেন। আজ আরাফার দিন। আর এই আরাফার ময়দানে অবস্থানকালে বা এই দিনে হাজি সাহেবদের সাথে বিশ্বের সমস্ত মুসলমান কিছু নেক আমল করে থাকেন।

আসুন, আমরাও এই নেক আমলগুলো সম্পর্কে জেনে নিই এবং পালন করে নেক লাভ করি।

রোজা রাখা
এ দিন রোজা রাখা সুন্নত। যা আগামী ও গত মোট দুই বছরের ছোট গুনাহ থেকে আপনাকে পরিত্রাণ দেবে।

জামাতের সাথে নামাজ আদায়
চেষ্টা করতে হবে প্রতি ওয়াক্তের নামাজ জামাতের সাথে আদায় করতে।

তাকবিরে তাশরিক
যাঁরা আগামীকাল ঈদুল আজহা পালন করবেন, এ দিন থেকে ফরজ নামাজগুলোর পর নির্ধারিত তাকবির পাঠ করবেন তাঁরা। এটি পাঠ চলবে আগামী ১৩ জিলহজ পর্যন্ত।

তাকবিরটি নিম্নরূপ
আল্লাহু আকবর আল্লাহু আকবর
লা ইলাহা ইল্লাল্লাহু
ওয়াল্লাহু আকবর আল্লাহু আকবর
ওয়া লিল্লাহিল হামদ

(এখানে উল্লেখ্য, বাংলাদেশসহ মুসলিমবিশ্বের আরো কিছু দেশে যাঁরা আগামী ২২ আগস্ট ঈদুল আজহা পালন করবেন তাঁদের জন্য আগামীকাল ২১ আগস্ট ফজরের নামাজের পর থেকে তাকবিরে তাশরিক পাঠের নিয়ম।)

ইশরাকের নামাজ
সূর্যোদয়ের ১৫-২০ মিনিট পর ইশরাকের নামাজ আদায় করা উত্তম।

জিকির, তওবা, ইসতেগফার
এ দিন সারাদিনই বেশি বেশি জিকির, তওবা ও ইসতেগফার পাঠ করা খুব ভালো।

দরুদ পাঠ ও কোরআন তেলাওয়াত
বেশির থেকে বেশি দরুদ শরিফ পাঠ এবং কোরআন তেলাওয়াত করা খুবই ভালো।

আরাফাতের দিনের দো’আ
আরাফর দিনে হাজি সাহেগণ জোহর থেকে আসরের মধ্যে একটি বিশেষ দো’আ পাঠ করে থাকেন। নেক আমলের অংশ হিসেবে সব মুসলমানই এটি পাঠ করতে পারেন। এই দো’আটি প্রসঙ্গে মহানবী (সা.) বলেন, শ্রেষ্ঠ দো‘আ হচ্ছে আরাফাত দিবসের দো’আ। দো’আটি নিচে উল্লেখ করা হলো :

لاَ إِلَهَ إِلاَّ اللَّهُ وَحْدَهُ لاَ شَرِيكَ لَهُ، لَهُ الْمُلْكُ وَلَهُ الْحَمْدُ وَهُوَ عَلَى كُلِّ شَيْءٍ قَدِيرٌ

[লা ইলা-হা ইল্লাল্লা-হু ওয়াহদাহু লা শারিকা লাহু, লাহুল মূলকু ওয়া লাহুল হামদু, ওয়া হুয়া ‘আলা কুল্লি শাই’ইন ক্বদীর]

একমাত্র আল্লাহ ছাড়া কোনো হক্ব-ইলাহ নেই, তাঁর কোনো শরিক নেই; রাজত্ব তাঁরই, সমস্ত প্রশংসাও তাঁর; আর তিনি সকল কিছুর ওপর ক্ষমতাবান।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন