২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

আদালতে মিথ্যে স্বাক্ষী দিতে গিয়ে যুবক শ্রীঘরে

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:১৭ অপরাহ্ণ, ০৬ আগস্ট ২০১৮

আদালতে মিথ্যে সাক্ষী দিতে গিয়ে ফেঁসে গেলেন যুবক। ওই যুবকের নাম মো. আলমগীর সিকদার। তাকে জেলহাজতে পাঠিয়েছেন ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ এসকেএম তোফায়ের হাসান।

সোমবার (০৬ আগস্ট) দুপুরে অতিরিক্ত জেলা ও দায়রা জজ আদালতে এ ঘটনা ঘটে। আলমগীর সিকদার ঝালকাঠি শহরের পশ্চিম চাঁদকাঠী এলাকার সোবাহান সিকদারের ছেলে।

আদালত সূত্র জানা গেছে- ঝালকাঠির একটি মাদক মামলার (জি.আর ৫৫/২০১৬) সাক্ষী ছিলেন মো. আলমগীর সিকদার। সোমবার আদালতে সাক্ষ্য দিতে এসে আলমগীর বলেন, মাদক মামলার ঘটনা সম্পর্কে আমি কিছুই জানি না।

পুলিশ জানায়- ২০১৬ সালের ৪ মে পশ্চিম চাঁদকাঠি এলাকার শামিম ওরফে মনকা ও তার ভাই শাহীন হাওলাদারকে ২০০ গ্রাম গাঁজাসহ গ্রেফতার করে ডিবি পুলিশ। আলমগীরের সামনেই মাদক মামলার জব্দ তালিকা তৈরি করেছিল পুলিশ।

জব্দ তালিকায় তার স্বাক্ষরও রয়েছে। অথচ আজ আদালতে এসে আলমগীর জানান, তিনি কিছুই জানে না।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন