২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ইউটিউব সার্ভারের সমস্যা ঠিক হয়েছে

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:০৫ অপরাহ্ণ, ১৭ অক্টোবর ২০১৮

জনপ্রিয় ভিডিও শেয়ারিং সাইট ইউটিউব ব্যবহারে সমস্যার কথা জানিয়েছেন বাংলাদেশসহ সারা বিশ্বের ব্যবহারকারীরা। গত রাতেই ইউটিউবের সাইটে প্রবেশের পর কোনো কন্টেন্ট পর্দায় আসছে না বা কোনো সাজেশন দেওয়া হচ্ছে না বলে বিশ্বের বিভিন্ন প্রান্ত থেকে কর্তৃপক্ষকে অভিযোগ করেছেন ব্যবহারকারীরা। পরে তা ঠিক করা হয়েছে বলে জানিয়েছে ইউটিউব।

বাংলাদেশ সময় গতকাল মঙ্গলবার মধ্যরাত থেকে এ সমস্যার মুখে পড়ে ব্যবহারকারীদের অভিযোগের বিষয়টি খতিয়ে দেখা হচ্ছে বলে জানিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ। ব্যবহারকারীরা অভিযোগ করেন, শুধু ইউটিউব-ই নয় তাদের টিভি, মিউজিক কোনো কিছুরই সেবা পাওয়া যাচ্ছে না। ওয়েবসাইটে প্রবেশের পর স্বাভাবিক সময়ে যেসব ফিচার বা বিনোদনমূলক অনুষ্ঠান পর্দায় আসতো, তার কিছুই আসছে না। বাংলাদেশেও অনেক ব্যবহারকারী ইউটিউব ব্যবহারে ভোগান্তির কথা জানিয়েছেন।

অভিযোগ পাওয়ার পর দ্রুতই এ সমস্যা থেকে উত্তরণে কাজ শুরু করা হয়েছে বলে জানিয়েছে ইউটিউব কর্তৃপক্ষ।

ইউটিউবের পক্ষ থেকে জানানো হয়, গত রাতে ফেসবুকের সার্ভারে সমস্যা হয়েছিল। পরবর্তীতে সে সমস্যা ঠিক করা হয়েছে।

একইসঙ্গে অনাকাঙ্ক্ষিত এ ঘটনায় দুঃখ প্রকাশ করে সেবা স্বাভাবিক হওয়ার পর তা জানিয়ে দেওয়া হবে বলে কোম্পানির পক্ষ থেকে ব্যবহারকারীদের আশ্বস্ত করা হয়েছে।

সার্ভারের সমস্যা দূর করা হলেও সমস্যার উৎপত্তি কোথায় তা নির্ণয় করতে পারেনি বলে জানিয়েছে ইউটিউব।

7 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন