২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ঈদে বেপরোয়ার মুক্তি নিয়ে সংশয়

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:২৩ অপরাহ্ণ, ১১ আগস্ট ২০১৮

ঈদুল আযহায় ‘বেপরোয়া’ সিনেমাটি মুক্তির ঘোষণা দিয়েছে সিনেমাটির প্রযোজনা প্রতিষ্ঠান জাজ মাল্টিমিডিয়া। সেই অনুযায়ি মুক্তির প্রস্তুতি চলছে। কিন্তু এরই মধ্যে এই সিনেমাটি মুক্তি নিয়ে সংশয় তৈরি হয়েছে। সিনেমাটি নির্মাণ করেছেন কলকাতার নির্মাতা রাজা চন্দ। বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতি এই সিনেমাটির মুক্তিতে আপত্তি জানিয়েছে।

বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতির মহাসচিব বদিউল আলম খোকন বলেন, ‘বাংলাদেশের হলে এই ছবিটি মুক্তি দেওয়া সম্ভব নয়। কারণ রাজা চন্দ এখনো এ দেশের পরিচালক সমিতির সদস্য পদ পাননি। কলকাতার লোকাল প্রোডাকশন হিসেবে মুক্তি পেতে পারে সাফটা চুক্তির মাধ্যমে। তবে তা ঈদে নয়, সরকারি আইন অনুযায়ী কোনো উৎসবে বিদেশি ছবি মুক্তি পাবে না প্রেক্ষাগৃহে।’

রাজা চন্দের বিরুদ্ধে অভিযোগ তুলে তিনি বলেন,‘ বিশ্বের যেকোনো দেশের পরিচালক কাজ করতে পারবেন। আমরা রাজা চন্দকে অতিথি পরিচালক হিসেবে সদস্য পদ প্রদানের সিদ্ধান্ত নিই কিন্তু তিনি আমাদের যেসব নিয়ম পালন করতে হয় তা না করে কলকাতায় চলে যান। এই ছবির শুটিং শুরু হয়েছিল এফডিসির ৭ নম্বর ফ্লোরে। তখন রাজা চন্দ আমাদের অফিসে এসে সদস্য পদ চান। তাকে বাংলাদেশ চলচ্চিত্র পরিচালক সমিতিতে ছবির প্রযোজকের সাথে চুক্তি নামা এবং বিদেশি পরিচালক হিসেবে এই দেশে কাজ করার জন্য বাংলাদেশ সরকারের অনুমতিপত্র জমা দিতে আমরা বলেছিলাম। তিনি এগুলো জমা না দিয়ে চলে যান। পরে আমরা জানতে পারি তিনি টুরিস্ট ভিসায় কাজ করেছেন আমাদের দেশে। তাই তাকে পরিচালক সমিতির সদস্যপদ না দেওয়ার সিদ্ধান্ত হয়েছে।’

বিষয়টি নিয়ে জাজ মাল্টিমিডিয়ার কর্ণধার আব্দুল আজিজ বলেন,‘ আমরা ঈদেই মুক্তি দেব এই ছবিটি। আমার কাছে কোনো নোটিস আসেনি এখনো। এই বিষয় এখনো আমি কিছুই জানি না। ছবিটির মুক্তির লক্ষেই এগিয়ে যাচ্ছি আমরা।’

‘বেপরোয়া’ ছবিতে নায়ক হিসেবে থাকছেন রোশান। এই ছবির মধ্য দিয়ে প্রথমবার জুটিবেঁধে অভিনয় করছেন রোশান ও ইয়ামিন হক ববি। বর্তমানে কক্সবাজারে চলছে ছবির গানের শুটিং।

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন