২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

উগান্ডায় ফেসবুক-হোয়াটসঅ্যাপ ব্যবহারে ট্যাক্স আরোপ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:০৩ অপরাহ্ণ, ০২ জুন ২০১৮

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারে নাগরিকদের ওপরে কর আরোপের একটি বিতর্কিত আইন পাশ করেছে উগান্ডার সংসদ।

এখন থেকে ফেসবুক, হোয়াটসঅ্যাপ, ভাইবার এবং টুইটার ব্যবহারে প্রতিদিন ২০০ শিলিং (০.০৫ ডলার) করে কর দিতে হবে উগান্ডার নাগরিকদের।

সামাজিক যোগাযোগ মাধ্যমে গল্পগুজব করে সময় কাটানো রুখতে দেশটির প্রেসিডেন্ট ইউয়েরি মুসেভেনির সিদ্ধান্তে এ ধরণের আইন পাশ হয়েছে বলে জানা যায়।

আগামী পহেলা জুলাই থেকে এ আইন কার্যকর করা হবে বলে জানানো হলেও এখনো নিশ্চিত করা যায়নি কীভাবে এটি করা হবে।

সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহারের ওপরে কর আদায় সম্ভব কিনা সেটা নিয়েও অনেকে সন্দেহ প্রকাশ করেছে।

তবে শিক্ষাক্ষেত্রে ইন্টারনেট ব্যবহারে কোন ধরণের বিধি নিষেধ নাই বলে জানিয়েছেন মুসেভেনি।

উল্লেখ্য, দেশটির মোট জনসংখ্যার ২৩.৬ মিলিয়ন লোক মোবাইল ফোন ব্যবহার করে। যার মধ্যে ১৭ মিলিয়ন লোক ইন্টারনেটের সাথে যুক্ত। তবে সরকার চাচ্ছে, প্রত্যেক মোবাইল ফোন সিমকার্ড যথাযথভাবে রেজিস্ট্রেশানের আওতায় আনতে।

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন