২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

এইচএসসিতে বরিশাল শিক্ষা বোর্ডে পাশের হারে এগিয়ে মেয়েরা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:০০ অপরাহ্ণ, ১৯ জুলাই ২০১৮

বরিশাল শিক্ষা বোর্ডে এবার এইচএসসি পরীক্ষায় পাসের হার ৭০ দশমিক ৫৫। যার ফলে গেল বছরের তুলনায় দশমিক ১৫ ভাগ পাসের হার বেড়েছে।

গড় পাসের হার এবং জিপিএ-৫ এর বেলায় এবারও ছেলেদের থেকে মেয়ে পরীক্ষার্থীরা এগিয়ে রয়েছে।

মেয়েদের পাসের হার ৭৬ দশমিক ০০ ও ছেলেদের পাসের হার ৬৫ দশমিক ৩৫। ফলে গত বছর থেকে এ বছর যেখানে মেয়েদের পাসের হার বেড়েছে ২ দশমিক ৬৫, সেখানে ছেলেদের পাসের হার কমেছে ১ দশমিক ৯৯ ভাগ।

এদিকে, গত বছরের মতো এ বছরও মেয়েরা ছেলেদের থেকে জিপিএ-৫ বেশি পেয়েছে। মেয়েরা ৩৭০টি জিপিএ-৫ পেয়েছে, আর ছেলেরা জিপিএ-৫ পেয়েছে ৩০০টি, ফলে ছেলেদের থেকে মেয়েদের জিপিএ-৫ ৭০টি বেশি।

তবে মোট জিপিএ-৫ এর ক্ষেত্রে গত বছরের থেকে এ বছর ১৪৫টি কমেছে। গত বছর জিপিএ-৫ এর সংখ্যা ছিল ৮১৫ আর এ বছর ৬৭০টি।

এছাড়াও বিষয় ভিত্তিতে পাসের হারে বিজ্ঞান, মানবিক ও ব্যবসায় শিক্ষায়ও এগিয়ে রয়েছে মেয়েরা। ২০১৬ ও ২০১৭ সালের ফলাফলেও মেয়েরা জিপিএ-৫ ও পাসের হারে বরিশাল বোর্ডে এগিয়ে ছিল।

বরিশাল শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রকের কার্যালয়ে বুধবার (১৯ জুলাই) বেলা দেড়টায় ফলাফল ঘোষণা করা হয়।

এখান থেকে পাওয়া তথ্য অনুযায়ী- এবারে ৩৩৩টি কলেজ থেকে ৬২ হাজার ১৭৩ পরীক্ষার্থী ১১৬টি কেন্দ্রে পরীক্ষায় অংশ নেয়।

জেলা ভিত্তিক পাসের হারে বরিশাল জেলা ৭৬ দশমিক ৩০ ভাগ পাশ করে প্রথম অবস্থানে রয়েছে।”

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন