২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

এমপি বিএইচ হারুনের সামনেই ছাত্রলীগের হাতাহাতি

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:১৬ অপরাহ্ণ, ০৯ জুলাই ২০১৭

ঝালকাঠির রাজাপুর ডিগ্রী কলেজের নবীন বরণ অনুষ্ঠান চলাকালে স্থানীয় সংসদ সদস্য বিএইচ হারুনের সামনেই ছাত্রলীগের দু’গ্রপে হাতাহাতির ঘটনা ঘটেছে। রোববার (০৯ জুলাই) সকাল ১০টার দিকে অনুষ্ঠান মঞ্চের সামনেই এ ঘটনা ঘটে।

নাম প্রকাশ না করার শর্তে কয়েকজন প্রত্যক্ষদর্শী জানায়, ঝালকাঠির রাজাপুর ডিগ্রী কলেজের একাদশ শ্রেণির শিক্ষার্থীদের নবীন বরণ অনুষ্ঠানে সকাল ১০টায় স্থানীয় সংসদ সদস্য বজলুল হক হারুন কলেজ মিলনায়তনের অনুষ্ঠানস্থলে প্রধান অতিথি হিসেবে প্রবেশ করছিলেন।

এ সময় এমপির পাশে হাঁটছিলেন ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান। একটু সামনে হাঁটছিলেন ছাত্রলীগের আরেক নেতা রাজিব ফরাজী।

এ সময় এমপির সামনের লোকজন সরিয়ে দিচ্ছিলেন রাজিব ফরাজী। এক পর্যায় ছাত্রলীগের সিনিয়র সহ-সভাপতি মাহমুদুল হাসান সামনে থাকা রাজিব ফরাজীকে সরিয়ে দিতে চাইলে দু’জনের মধ্যে হাতাহাতি শুরু হয়।

এ সময় এমপি হারুনসহ উপস্থিত অতিথিরা হতভম্ব হয়ে পড়েন। পরে পুলিশ সাংসদ হারুনকে নিরাপদে সভামঞ্চে উঠিয়ে দেন।

পরে সাংসদ হারুন এবং স্থানীয় সিনিয়র নেতৃবৃন্দ ছাত্রলীগের ওই দুই নেতার মধ্যে সমঝোতা করিয়ে দেন। এরপর পরিস্থিতি কিছুটা শান্ত হলে অনুষ্ঠান শুরু হয়।”

এ ব্যপারে রাজাপুর উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মাহমুদ হাসান বলেন, আসলে লিডারের সামনে এ অনাকাঙ্খিত ঘটনার জন্য আমি লজ্জিত। তবে নিজেদের মধ্যে ঘটে যাওয়া ঘটনা তাৎক্ষণিক ভাবেই সমাধান হয়েছে, বলেন উপজেলা ছাত্রলীগের সহসভাপতি মাহমুদ হাসান।

এ ব্যপারে রাজাপুর ডিগ্রী কলেজের অধ্যক্ষ গোলাম বারী খান বলেন, আমি ঘটনার কথা শুনেছি মাত্র, কোন কিছুই আমার সামনে ঘটেনি।”

 

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন