২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

কলেজছাত্রী হত্যার দায়ে যুবকের যাবজ্জীবন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:০১ অপরাহ্ণ, ১২ অক্টোবর ২০১৭

ঝালকাঠির নলছিটিতে এক কলেজছাত্রীকে হত্যার দায়ে মেহেদী হাসান নামের এক যুবককে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। একই সাথে আসামিকে দশ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেন।

বৃহস্পতিবার দুপুরে ঝালকাঠির অতিরিক্ত জেলা ও দায়রা জজ মোহাম্মদ বজলুর রহমান এ রায় দেন।

রাষ্ট্রপক্ষের আইনজীবী এম আলম খান কামাল জানান, নলছিটি উপজেলার দপদপিয়া ইউনিয়নের তিমিরকাঠি গ্রামের আবুল কালামের মেয়ে বরিশাল বিএম কলেজের অনার্স তৃতীয় বর্ষের ছাত্রী শারমিন আক্তারকে বিয়ের প্রস্তাব দেয় প্রতিবেশী আবদুল খালেক মিয়ার ছেলে মেহেদী হাসান। শারমিনের পরিবার বিষয়টি জানতে পেরে অন্যত্র তার বিয়ে ঠিক করেন। এতে ক্ষিপ্ত হয়ে মেহেদী ২০১৩ সালের ২৭ ফেব্রুয়ারি রাতে বসতঘরের পাশেই কুপিয়ে শারমিনকে হত্যা করে।

এ ঘটনায় পরের দিন নিহত শারমিনের বাবা আবুল কালাম বাদী হয়ে নলছিটি থানায় মামলা করেন। থানার তৎকালীন উপ-পরিদর্শক আবুল কালাম আজাদ তদন্ত শেষে আদালতে অভিযোগপত্র দাখিল করেন। ১৪ জন সাক্ষির সাক্ষ্যগ্রহণ শেষে আদালত এ রায় ঘোষণা করেন।

এদিকে রায়ের বিরুদ্ধে উচ্চ আদালতে আপিল করার কথা জানিয়েছেন আসামি পক্ষের আইনজীবী আবদুর রশীদ সিকদার।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন