২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

কালবৈশাখীর তাণ্ডবে লণ্ডভণ্ড গোটা বরিশাল

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:৪৮ পূর্বাহ্ণ, ১৫ এপ্রিল ২০১৮

বৈশাখের প্রথমদিনে কালবৈশাখীতে এলোমেলো হয়ে পড়েছে গোটা বরিশাল শহর। নগরীর বিভিন্ন এলাকায় বিশালাকারের গাছ ভেঙে পড়েছে। বিশেষ করে গাছগুলো ভেঙে সড়কের ওপরে পড়ায় যানবাহন চলাচল বন্ধ হয়ে গেছে।

তাছাড়া প্রচন্ড ঝড়ে ১১ হাজার ভোল্টের বৈদ্যতিক তারও ছিড়ে পড়েছে। ফলে সমস্ত বরিশাল বিদ্যুৎ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। শনিবার (১৪ এপ্রিল) রাত সাড়ে ১১টার দিকে শুরু হয়। পরবর্তীতে রাত সাড়ে ১২টায় এ রিপোর্ট লেখা পর্যন্ত ঝড় ও বর্ষণ চলছিল।

খোঁজখবর নিয়ে জানা গেছে- কালবৈশাখীতে শহরের আমানতগঞ্জ এলাকায় একটি রেইন্ট্রি গাছ উপড়ে পড়েছে সড়কের ওপরে। ফলে ওই সড়কটি দিয়ে যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। একই সাথে কাশিপুর চৌমাথা, নবগ্রাম রোড ও আমতলার মোড় এলাকায়ও বেশ কয়েকটি গাছ উপড়ে পড়ে সড়কে।

ঝড়ের কারণে ভাটিখানা বাজার এলাকায় ১১ হাজার ভোল্টের বৈদ্যতিক তার ছিড়ে পড়েছে সড়কের ওপরে। এছাড়াও শহরের বিভিন্ন এলাকায় কারেন্টের খুঁটি উপড়ে পড়েছে বলে খবর পাওয়া গেছে।

17 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন