১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কীটনাশক থেকে ক্যান্সার, মনসান্টোকে ২৮৯ মিলিয়ন ডলার জরিমানা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৪২ অপরাহ্ণ, ১১ আগস্ট ২০১৮

কীটনাশক থেকে ক্যান্সারের আশঙ্কা অনেকেই করতেন। তবে তার স্বপক্ষে তেমন কোনো প্রমাণ ছিল না। তবে সম্প্রতি বিষয়টি প্রমাণিত হওয়ায় কীটনাশক প্রস্তুতকারক মনসান্টোকে ২৮৯ মিলিয়ন ডলার জরিমানা করেছে মার্কিন আদালত। ক্যান্সারে আক্রান্ত এক ব্যক্তিকে এ জরিমানা দিতে হবে প্রতিষ্ঠানটির।

ক্ষতিপূরণ মামলাকারী ডোয়াইন জনসন ক্যালিফোর্নিয়ার একটি স্কুলে গ্রাউন্ডস্কিপার হিসেবে কাজ করতেন। ওই স্কুলের মাঠ পরিচর্যা করাই ছিল তার কাজ। আগাছা দমন করতে তিনি ব্যবহার করতেন মনসান্টোর রেঞ্জারপ্রো। ২০১৪ সালে তার ক্যান্সার ধরা পড়ে।

কীট ও আগাছানাশকে ব্যবহৃত একটি উপাদানের নাম গ্লাইফসেট। এর কারণে ক্যান্সার ঝুঁকি তৈরি হয়। তবে আগে এ ধরনের জরিমানার নজির নেই।

মার্কিন যুক্তরাষ্ট্রের ক্যালিফোর্নিয়া রাজ্যের আদালতের পক্ষ থেকে রায়ে বলা হয়েছে, মনসান্টোর কীটনাশক রাউন্ডআপ ও রেঞ্জারপ্রোতে থাকা গ্লাইফসেট যে ক্যান্সারের ঝুঁকি তৈরি করে তা জানার পরও তারা এ বিষয়ে ক্রেতাদের সতর্ক না করায় ওই ক্ষতিপূরণ দিতে বলা হয়েছে।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন