২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুয়াকাটায় মাছ ধরতে গিয়ে ৩৩ জে‌লে নিখোঁজ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৫৬ অপরাহ্ণ, ২১ সেপ্টেম্বর ২০১৮

পটুয়াখালীর কুয়াকাটা সংলগ্ন ব‌ঙ্গোপসাগ‌রে মাছ ধর‌তে গিয়ে ৩৩ জে‌লে নিখোঁজ হয়েছেন।

শুক্রবার (২১ সেপ্টেম্বর) বেলা পৌনে ১টার দিকে বিষয়‌টি নি‌শ্চিত ক‌রে‌ছেন আ‌লিপুর মৎস্য আড়ৎদার স‌মি‌তির সভাপ‌তি আনছার উ‌দ্দিন ম‌ল্লিক।

‌তিনি জানান, ৫/৬ দিন আগে আলিপুর মৎস্য আড়ৎদার ও বোট মা‌লিক স‌মি‌তির আওতাধীন বেশ কিছু ট্রলার সাগ‌রে মাছ ধর‌তে যায়। সাগর উত্তাল হওয়ার কার‌ণে বৃহস্পতিবার (২০ সেপ্টেম্বর) সন্ধ্যার ম‌ধ্যে ‌বে‌শিরভাগ ট্রলার নিরাপদ আশ্রয়ে চ‌লে আ‌সে।

ত‌বে এ‌ফবি দে‌লোয়ার মোল্লা, এফ‌বি হা‌বিব খ‌লিফা, এফ‌বি বিস‌মিল্লাহ ও এফ‌বি নূরবানুর সন্ধান পাওয়া যা‌চ্ছি‌লো না। ঘণ্টাখা‌নেক আগে এফ‌বি বিস‌মিল্লাহ ও এফ‌বি নূরবানুসহ ৩৭ জে‌লের সন্ধান পাওয়া গে‌ছে যারা যা‌ন্ত্রিক ত্রু‌টির কার‌ণে সুন্দরবনের ভেদাখা‌লি‌তে আশ্রয় নি‌য়ে‌ছি‌লেন। বর্তমানে তারা মংলা হ‌য়ে কুয়াকাটার উ‌দ্দে‌শে রওনা দি‌য়ে‌ছে‌ন।

তিনি জানান, এফ‌বি দে‌লোয়ার মোল্লা ও এফ‌বি হা‌বিব খ‌লিফা নামক ট্রলার দু’টির সন্ধান এখ‌নও পাওয়া যায়‌নি। ওই ট্রলার দু’টিসহ ৩৩ জে‌লে নি‌খোঁজ র‌য়ে‌ছেন।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন