২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কুয়াকাটা সৈকত রক্ষার দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৪৪ অপরাহ্ণ, ১২ সেপ্টেম্বর ২০১৮

কুয়াকাটা সৈকত রক্ষায় কার্যকর পদক্ষেপের দাবিতে পটুয়াখালীতে মানববন্ধন কর্মসূচি পালন করা হয়েছে।

বুধবার (১২ সেপ্টেম্বর) সকালে সচেতন নাগরিক কমিটির (সনাক) উদ্যোগে পটুয়াখালী পৌরসভার সামনে এ কর্মসূচির আয়োজন করা হয়।

সনাক পটুয়াখালী জেলার সভাপতি পিযূষ কান্তি হরির সভাপতিত্বে মানববন্ধনে সনাক ও ইয়েস গ্রুপের সদস্যরা ছাড়াও সুশীল সমাজের ব্যক্তিরা উপস্থিত ছিলেন।

মানববন্ধন চলাকালে বক্তারা বলেন, সাগরকন্যা কুয়াকাটা দক্ষিণের জনপদের অন্যতম পর্যটনকেন্দ্র। কিন্তু ভাঙ্গনের কারণে বিপর্যস্ত হয়ে পড়েছে কুয়াকাটা সৈকত। দ্রুত ভাঙ্গন রোধ করা সম্ভব না হলে কুয়াকাটা পর্যটনকেন্দ্রকে ঘিরে সমগ্র দক্ষিণাঞ্চলের পর্যটন ব্যবসা মুখ থুবড়ে পড়বে।

এসময় বক্তারা প্রধানমন্ত্রীর দ্রুত হস্তক্ষেপের মধ্য দিয়ে প্রস্তাবিত সৈকত রক্ষা প্রকল্প দ্রুত বাস্তবায়নের দাবি জানান।

মানববন্ধন শেষে ‘কুয়াকাটা সৈকত রক্ষায়’ জেলা প্রশাসকের মাধ্যমে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি দেওয়া হয়।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন