২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

কেডিসির মাদক বিক্রেতা মালেক ইয়াবাসহ গ্রেপ্তার

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:৫৫ পূর্বাহ্ণ, ১৮ সেপ্টেম্বর ২০১৮

বরিশাল নগরীর আব্দুর রাজ্জাক (কেডিসি) কলোনীর মাদক বিক্রেতা মালেক হাওলাদারকে (৩২) গ্রেপ্তার করেছে র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) একটি টিম। সোমবার (১৭ সেপ্টেম্বর) রাত ১১টার দিকে তাকে গ্রেপ্তার করা হয় বলে জানিয়েছে র‌্যাব সদর দপ্তর।

সেই সাথে মাদক বিক্রেতা মালেক হাওলাদারের কাছ থেকে ৮৫ পিস ইয়াবা উদ্ধারের বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তবে এই মালেক মাদক ক্রয় বা বিক্রির সাথে জড়িত নন এমন দাবি করে ওই কলোনীর শতাধিক নারী-পুরুষ একত্রিত হয়ে বিক্ষোভ করেছে। এমনকি গভীর রাতে অর্থাৎ মালেককে গ্রেপ্তারের পরে মুক্তির দাবি নিয়ে বরিশাল জেলা প্রশাসকের বাসভবনের সামনে গিয়ে অবস্থানও করে।

পরবর্তীতে বরিশাল কোতয়ালি পুলিশ গিয়ে তাদের সরিয়ে দেয়।

র‌্যাবের প্রেরিত ইমেল বার্তায় জানানো হয়েছে- গোপন সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে মালেক হাওলাদারকে গ্রেপ্তার করা হয়েছে। সেই সময় তার কাছ থেকে ৮৫ পিস ইয়াবা উদ্ধার করা হয়েছে।

আটক মালেক হাওলাদার ওই কেডিসি পল্লীর মৃত ইন্তাজ হাওলাদারের পুত্র।

এই ঘটনায় র‌্যাবের ডিএডি মো. নূর উদ্দিন বাদী হয়ে তার বিরুদ্ধে বরিশাল কোতয়ালি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি মামলা করেছেন।

এছাড়াও এই মালেকের বিরুদ্ধে দেশের একাধিক থানায় ১০ টির বেশি মামলা রয়েছে বলে জানিয়েছে র‌্যাব।’

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন