২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

খাশোগি ঘটনার পর দূতাবাসে যেতে ভয় তসলিমা নাসরিনের!

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:০১ অপরাহ্ণ, ১৯ অক্টোবর ২০১৮

সৌদি সাংবাদিক জামাল খাশোগির ঘটনায় সামাজিক যোগাযোগমাধ্যমে মন্তব্য করেছেন বাংলাদেশের নির্বাসিত লেখক তসলিমা নাসরিন। সম্প্রতি এক ফেসবুক স্ট্যাটাসে তিনি সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে হত্যার ঘটনা উল্লেখ করে বাংলাদেশের দূতাবাসে যেতে ভয় পাচ্ছেন বলে জানিয়েছেন।

তসলিমা নাসরিনের ফেসবুক স্ট্যাটাসটি হুবহু তুলে ধরা হলো-

‘সৌদি সাংবাদিক জামাল খাশোগিকে কুচি কুচি করে কেটে ফেলেছে সৌদি রাজ পরিবারের কাছের লোকেরা। তাও আবার ইস্তানবুলের সৌদি দূতাবাসের ভেতর। বাংলাদেশ তো সৌদি আরব নামক পবিত্র ভূমির পুজো আচ্চা করে চলে। সৌদি আরবের অনুকরণ করেই চলেছে দেশটি।

এখন ভাবছি আমি যে আমার বাংলাদেশ পাসপোর্ট রিনিউ করার জন্য, বা বিদেশি পাসপোর্টে বাংলাদেশের ভিসা নেওয়ার জন্য, বা পাওয়ার অব এটর্নি সত্যায়িত করার জন্য বাংলাদেশ দূতাবাসে মাঝে মধ্যে যাই, যাই যদিও ওরা কিছুই দেয় না , না রিনিউ, না ভিসা, না সত্যায়িতের সই, সেই যাওয়া আমার বন্ধ করে দিতে হবে।

আমার উপস্থিতি দূতাবাসের লোকদের যথেষ্ট ইরিটেট করে। তারা তো আমাকে কুচি কুচি করে কেটে ফেলবে একদিন। ঠিক যেমন সৌদি আরব কেটেছে জামাল খাশোগির মতো নির্ভীক সাংবাদিককে।

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন