২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

গৃহবধূকে ধর্ষণচেষ্টা মামলায় এক ব্যক্তির কারাদণ্ড

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:০২ অপরাহ্ণ, ২৭ জুলাই ২০১৮

ঝালকাঠিতে এক গৃহবধূকে ধর্ষণচেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলায় আনসার মাঝি (৫৫) নামে এক ব্যক্তিকে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। পাশাপাশি ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরো তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২৬ জুলাই) ঝালকাঠির নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনাল প্রথম আদালতের বিচারক মো. ইখতিয়ারুল ইসলাম মল্লিক আসামির উপস্থিতিতে এ রায় ঘোষণা করেন।

দণ্ডপ্রাপ্ত আনসার মাঝি ঝালকাঠি উপজেলার বারুহার গ্রামের মৃত সোহরাব মাঝির ছেলে। রায় ঘোষণার সময় তিনি আদালতে উপস্থিত ছিলেন।

মামলার বিবরণে জানা গেছে, ২০১৫ সালের ৭ নভেম্বর দুপুরে সদর উপজেলার বারুহার গ্রামের এক গৃহবধূ বাড়ির পাশের মাঠে ঘাস কাটতে যান। সেসময় আনসার মাঝি তাকে একা পেয়ে ধর্ষণের চেষ্টা করে। গৃহবধূর চিৎকার শুনে স্থানীয়রা ছুটে এলে আনসার মাঝি পালিয়ে যায়।

এ ঘটনায় ওই গৃহবধূ বাদী হয়ে ঝালকাঠি সদর থানায় একটি মামলা দায়ের করেন।

মামলার তদন্তকারী কর্মকর্তা এসআই মো. ফারুক হোসেন আদালতে অভিযোগপত্র দাখিল করেন। আদালত সাক্ষ্য প্রমান শেষে আজ এ রায় ঘোষণা করেন।

উল্লেখ রাষ্ট্রপক্ষের মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর আব্দুল মান্নান রসুল।

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন