১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

গৌরনদীতে জরাজীর্ণ স্কুলের ছাদের পলেস্তারা খসে ৩ শিক্ষার্থী আহত

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:২২ অপরাহ্ণ, ২২ মার্চ ২০১৭

বরিশালের গৌরনদী উপজেলায় সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দীর্ঘ দিনের পুরানো পাকা ও আধা পাকা ভবন দুটি জরাজীর্ণ অবস্থায় রয়েছে। ঝুঁকিপুর্ণ ভবনে তিন শতাধিক শিক্ষার্থী ও শিক্ষকরা জীবনের ঝুঁকি নিয়ে শ্রেণি কার্যক্রম চালাচ্ছেন। গতকাল মঙ্গলবার দুপুরে ক্লাশ চলাকালীন সময় জরাজীর্ণ পাকা ভবনের ছাদের পলেস্তারা খসে তিন শিক্ষার্থী আহত হয়েছে।’

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়- ঢাকা-বরিশাল মহাসড়কের পাশে ১৯৫৪ সালে পশ্চিম খাঞ্জাপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়টি প্রতিষ্ঠিত হয়। ৩ কক্ষ বিশিষ্ট আধাপাকা ভবনটি ১৯৮৮ সালে নির্মিত হয়। পরবর্তীতে শিক্ষার্থীদের সংকুলন না হওয়ায় ১৯৯৮ সালে পাশে ২ কক্ষবিশিষ্ট আরেকটি একতলা পাকা ভবন নির্মিত হয়।

স্কুলের সহকারী শিক্ষক মো. আবু হানিফ জানান, ২০১৪ সালে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের পাইলট প্রকল্পের আওতায় বিদ্যালয়টি পঞ্চম শ্রেণি থেকে পর্যায়ক্রমে অষ্টম শ্রেণি পর্যন্ত উন্নীত করা হয়। বর্তমানে স্কুলে ৩০৭ জন শিক্ষার্থী রয়েছে।’’

স্কুলের প্রধান শিক্ষক খাদিজা বেগম বরিশালটাইমসকে জানান, বহু পুরাতন আধাপাকা ভবনটি নাজুক অবস্থা বিরাজ করছে। একটু বৃষ্টি হলেই শেণি কক্ষে পানি ঢুকে পাঠদানে ব্যাঘাত সৃষ্টি করে। এ ছাড়া পার্শ্ববর্তী ২ কক্ষবিশিষ্ট অপর একতলা পাকা ভবনটির দরজা জানালা চৌকাঠসহ ছাদের পলেস্তারা খসে পড়েছে, যা ব্যবহারের অনুপোযোগী।

মঙ্গলবার ষষ্ঠ শ্রেণির গণিত ক্লাশ চলাকালে ছাদের পলেস্তারা ধসে পরে লামিয়া আক্তারসহ তিন শিক্ষাথী আহত হয়। এ ছাড়া শ্রেণি কক্ষ ও শিক্ষক সংকটের কারণে শিশু থেকে অষ্টম শ্রেণি পর্যন্ত শিক্ষা কার্যক্রম ব্যহত হচ্ছে।

স্কুলে নলকুপ না থাকায় বিশুদ্ধ পানির অভাবে শিক্ষার্থীরা পানি বাহিত রোগে ভুগছে।

প্রতিদিন কোমলমতি শিক্ষার্থীদের আধা কিলোমিটার দুর থেকে বিশুদ্ধ খাবার পানি সংগ্রহ করতে হয়। এ সব বিষয় একাধিকবার উপজেলা প্রশাসনকে অবহিত করা হলেও কর্তৃপক্ষ কোন ব্যবস্থা নেননি।

এ ব্যাপারে উপজেলা শিক্ষা অফিসার (ভারপ্রাপ্ত) বদিউজ্জামান সমস্যার কথা স্বীকার করে বরিশালটাইমসকে বলেন, উপজেলা শিক্ষা কমিটি জরুরি সভায় রেজুলেশন করে স্কুলের নতুন ভবন নির্মাণের জন্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।’’

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন