২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

গৌরনদীতে সড়ক দুর্ঘটনায় নিহত ২, আহত ১৫

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৪২ অপরাহ্ণ, ১১ অক্টোবর ২০১৮

বরিশালের গৌরনদী উপজেলায় যাত্রীবাহী বাস নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে দুইজন নিহত হয়েছেন। এসময় আহত হয়েছেন আরও অন্তত ১৫ জন। বৃহস্পতিবার (১১ অক্টোবর) বেলা দুইটার দিকে উপজেলার বাটাজোর বাইজখোলা নামক স্থানে বরিশাল-ঢাকা মহাসড়কে এই দুর্ঘটনা ঘটে।

গুরুতর আহতদের গৌরনদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও বরিশাল শের-ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে।

নিহতরা হলেন- ওই বাসের হেলপার সোহেল (২৬) এবং যাত্রী মনির রাঢ়ী (৪২)।

বিষয়টির সতত্য নিশ্চিত করে গৌরনদী হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) শেখ আতিয়ার রহমান জানান, মাওয়া কাওড়াকান্দি থেকে যাত্রী নিয়ে একটি বাস বরিশালের উদ্দেশে যাচ্ছিল। পথিমধ্যে বেলা পৌনে দুইটার দিকে বাটাজোর বাইচখোলা নামক স্থানে পৌছলে বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে খাদে পড়ে। এতে বাসটি দুমড়েমুচড়ে গিয়ে ঘটনাস্থলেই হেলপারসহ দুইজন নিহত ও আহত হয়েছেন অন্তত ১৫ যাত্রী।

খবর পেয়ে আহতদের উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পাঠানো হয়েছে।

কিন্তু সেখানে সুশান্ত সিকদার (৩০), খাদিজা বেগম (২২), তানভীর হোসেন (২০), সোহেল রানা (৩৮), হিরাতুন নেছা (৪৫), বাŸুল হাওলাদার (৫০) এবং আব্দুল হাকিমের (৪০) শারীরিক অবস্থার অবনতি ঘটলে তাদের বরিশাল শের ই বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়।

দুর্ঘটনার পরে চালক পালিয়ে গেলে পুলিশ বাসটি আটক করেছে। এই ঘটনায় সংশ্লিষ্ট থানায় একটি মামলা দায়ের করার প্রস্তুতি নেওয়া হয়েছে বলে জানান ওসি।’

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন