২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

ঘুমিয়ে পড়লেন চালক, ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৪৫ অপরাহ্ণ, ০৮ সেপ্টেম্বর ২০১৮

চালকের আসনে বসে ঘুমিয়ে পড়ায় বিপরীত দিক থেকে আসা অন্য একটি ট্রাকের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয় একটি সাদা ভ্যানের। ভ্যানের সামনের দিকে অংশ দুমড়ে-মুচড়ে গেলেও প্রাণে বেঁচে গেছেন ঘুমন্ত চালক ও তার পাশের আসনে বসে থাকা এক যাত্রী।

সম্প্রতি এ দুর্ঘটনা ঘটেছে ইউক্রেনের লাস্ক জেলার মাইলুশি গ্রামের পাশের একটি রাস্তায়। সিসিটিভি ক্যামেরায় দুর্ঘটনার দৃশ্য ধরা পড়েছে। ব্রিটিশ দৈনিক দ্য মেট্রো এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে।

ভিডিওতে দেখা যায়, সাদা রঙয়ের ভ্যান গাড়িটি লাইন থেকে বাম দিকে সরে যাচ্ছে; একই সময়ে উল্টো দিকে থেকে একটি নীল রঙয়ের ট্রাক আসছে। কিছুক্ষণের মধ্যেই ট্রাকের সঙ্গে ধাক্কা লেগে ভ্যান গাড়িটির সামনের অংশ দুমড়ে-মুচড়ে যায়। ট্রাকটিও রাস্তা থেকে দূরে ছিটকে যায়।

তবে ভ্যানের চালক এবং এক যাত্রী কোনো ধরনের আঘাত পাননি। পরে পথচারীরা দুজনকেই ক্ষতিগ্রস্ত গাড়ির ভেতর থেকে বের করে আনেন। প্রত্যক্ষদর্শীদের বরাত দিয়ে স্থানীয় গণমাধ্যম বলছে, তারা চালকের সঙ্গে কথা বলেছেন। এতে মনে হয়েছে গাড়ি চালনার সময় ঘুমিয়ে পড়েছিলেন চালক।

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন