১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

‘জাতিসংঘ ধ্বংস হয়ে গেছে’

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:২৩ অপরাহ্ণ, ১৭ মে ২০১৮

তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইয়েপ এরদোগান বলেছেন, জাতিসংঘ ধ্বংস হয়ে গেছে। কেননা, অবরুদ্ধ গাজায় বিক্ষোভকারীদের ওপর অব্যাহত ইসরায়েলি সহিংসতার জবাবে কোনো পদক্ষেপ নিতে পারেনি জাতিসংঘ।

বুধবার তুরস্কের রাজধানী আঙ্কারায় এক সভায় তিনি এ মন্তব্য করেন।

এরদোগান বলেছেন, ফিলিস্তিনিদের ওপর ইসরায়েলি সেনাদের সহিংসতা বন্ধে জাতিসংঘ কোনো উদ্যোগ নিতে পারেনি। তাই, এই সংস্থা অকার্যকর হয়ে পড়েছে।

ইসরায়েল স্বৈরাচারী আচারণ করছে মন্তব্য করে তিনি বলেন, গাজায় আহতদের সরিয়ে নিয়ে তাদের চিকিৎসার ব্যবস্থা করবে আঙ্কারা। কারণ, গাজার চিকিৎসা ব্যবস্থা প্রায় ভঙ্গুর অবস্থায় রয়েছে।

উল্লেখ্য, সোমবার তেলআবিব থেকে মার্কিন দূতাবাস জেরুজালেমে স্থানান্তর করেছে যুক্তরাষ্ট্র। দূতাবাস স্থানান্তরের প্রতিবাদ জানাতে সেদিন গাজা সীমান্তে প্রায় ৫০ হাজার ফিলিস্তিনি জড়ো হন। ইসরায়েলি সেনারা ফিলিস্তিনিদের ওপর নির্বিচারে গুলি চালায়। এতে অন্তত ৬০ জন ফিলিস্তিনি নিহত হন। আহত হন আড়াই হাজারেরও বেশি ফিলিস্তিনি।

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন