২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

‘জিন্স পরা নারীরা হিজড়া সন্তানের জন্ম দেন’

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৫২ অপরাহ্ণ, ১২ এপ্রিল ২০১৮

যেসব নারীরা পুরুষের মতো জিন্স ও শার্ট পরেন তারা হিজড়া সন্তানের জন্ম দেন বলে মন্তব্য করেছেন ভারতের কেরালাম কাসারাগড়ের রজিত কুমার নামের এক অধ্যাপক। শিক্ষার্থীদের সচেতন করতে শ্রেণীকক্ষে তিনি এক মন্তব্য করেন করেন বলে জানিয়েছে সংবাদ সংস্থা পিটিআই।

উদ্ভিদবিদ্যা বিভাগের ওই অধ্যাপক বলেন, যেসব নারী জিন্স, শার্ট ইত্যাদি পুরুষ পোশাক পরেন তারা হিজড়া সন্তান প্রসব করেন। শুধুমাত্র কেরালাতেই তিন লাখেরও বেশি হিজড়া রয়েছে বলেও দাবি করেন ওই অধ্যাপক।

তিনি আরও বলেন, যেসব দম্পতির জীবনযাপন নারী, পুরুষ বিভাজন মেনে তারাই শুধু ভালো সন্তানের জন্ম দিতে পারে। এছাড়া অসৎ চরিত্রের বাবা মায়ের সন্তান অটিস্টিক বা সেরিব্রাল পালসির মতো অসুখে ভোগে।

এর আগে স্থানীয় তিরুঅনন্তপুরে মেয়েদের এক কলেজেও এমন দাবি করেছিলেন তিনি। তবে তার এমন মন্তব্যের পর বিপুল সমালোচনার সৃষ্টি হয়েছে সামাজিক যোগাযোগমাধ্যমে।

19 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন