১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

ঝালকাঠিতে ক্লিনিকে র‌্যাবের অভিযান, অর্ধলাখ টাকা জরিমানা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:১৭ অপরাহ্ণ, ০৯ অক্টোবর ২০১৭

রাজাপুরের সোহাগ ক্লিনিকে বরিশাল র‌্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র‌্যাব) ভ্রাম্যমাণ আদালতের অভিযান চালিয়ে নানা অনিয়মের দায়ে ক্লিনিককে অর্ধলাখ টাকা জরিমানা করেছে।

সোমবার দুপুর সোয়া ১২টার দিকে ঘণ্টাব্যাপি এ অভিযানে নেতৃত্ব দেন ঝালকাঠি জেলা প্রশাসন কার্যালয়ের সহকারি কমিশনার ও নির্বাহী ম্যাজিস্টেট মো. সাখাওয়াত হোসেন। এসময় ঝালকাঠি সিভিল সার্জন কার্যালয়ের ডাক্তার শাওন বিন, বরিশাল র‌্যাব-৮ এর ডিএডি হাবিবুর রহমানসহ র‌্যাবের একটি দল অংশ নেন।

আদালত ও র‌্যাব সূত্র জানায়, অস্বাস্থ্যকর পরিবেশে চিকিৎসা, ১০টি বেডের অনুমতি নিয়ে অর্ধশতাধিক বেড ব্যবহার করে রোগীর চিকিৎসা দেয়া, অফিস টাইমে সরকারি স্বাস্থ্য কেন্দ্রের চিকিৎসক এনে চিকিৎসা দেয়া ও ড্রাগ লাইসেন্সবিহীন ফার্মেসিতে ওষুধ বিক্রিসহ নানা অনিয়মের দায়ে ভোক্তা অধিকার আইন ২০০৯ এর ৫২ ধারা মোতাবেক ক্লিনিকে অর্ধলাখ টাকা জরিমানা করা হয়।

অভিযানের সময় রাজাপুর স্বাস্থ্য কেন্দ্রের এক স্বাস্থ্য সহকারিকে স্বাস্থ্য কেন্দ্র ফাঁকি দিয়ে ক্লিনিকে রোগী দেখার অপরাধে কঠোরভাবে সর্তকও করা হয়। এ অভিযান অব্যাহত থাকবে বলেও জানায় র‌্যাব।

10 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন