১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

‘ঝুঁকিপূর্ণ দোয়ারিকা সেতু রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া হবে’

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:১১ অপরাহ্ণ, ১৮ সেপ্টেম্বর ২০১৮

বরিশালের ঝুঁকিপূর্ণ বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর (দোয়ারিকা) সেতু রক্ষায় দ্রুত পদক্ষেপ নেওয়া হবে বলে জানিয়েছেন- সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী ওবায়দুল কাদের। তিনি বলেন- ‘এটি রক্ষায় আরও দুটি মন্ত্রণালয়ের সংশ্লিষ্টতা রয়েছে। তাদের সঙ্গে আলোচনা করে দ্রæত পদক্ষেপ নেওয়া হবে।’

মঙ্গলবার (১৮ সেপ্টেম্বর) জাতীয় সংসদে বরিশাল-২ আসনের সাংসদ তালুকদার মো. ইউনুসের সম্পূরক প্রশ্নের জবাবে সেতুমন্ত্রী এ আশ্বাস দেন।

বরিশাল-ঢাকা মহাসড়কের বরিশালের বাবুগঞ্জ উপজেলার রহমতপুরে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতুটি অবস্থিত।

তালুকদার মো. ইউনুস বলেন- ‘বরিশালের প্রবেশ মুখে বীরশ্রেষ্ঠ ক্যাপ্টেন মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু নদী ভাঙনের ফলে হুমকির মুখে। এই সেতু দিয়ে বরিশাল বিভাগের ৬ জেলাসহ দক্ষিণাঞ্চলে যাতায়াত করা হয়। নদী ভাঙনের কারণে সেতুটি এখন ঝুকির মুখে। যেকোনো সময় সেতুটির পূর্বপার্শ্ব ক্ষতিগ্রস্ত হয়ে যোগাযোগ ব্যবস্থা বিচ্ছিন্ন হতে পারে।

এরসঙ্গে পানি সম্পদ মন্ত্রণালয় ও নৌ মন্ত্রণালয়ও সংশ্লিষ্ট। সকল মন্ত্রণালয়ের সঙ্গে সমন্বয় করে দ্রুত পদক্ষেপ নেওয়ার আহ্বান জানান সাংসদ তালুকদার ইউনুস।’

জবাবে সেতুমন্ত্রী বলেন- ‘নদীভাঙন রোধ করা কঠিন। ভাঙন রোধ করতে সমস্যার মুখোমুখি হতে হয়। তারপরেও যোগাযোগ নিরবিচ্ছিন্ন রাখতে আমাদের কাজ করতে হবে। আমি সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের মন্ত্রীদের সঙ্গে আলোচনা করে ব্যবস্থা নেওয়া হবে।’

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন