১৯শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

টকশোতে মাওলানার সঙ্গে নারী আইনজীবীর হাতাহাতি (ভিডিও)

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:৪৪ অপরাহ্ণ, ১৮ জুলাই ২০১৮

তিন তালাকের ওপর আয়োজিত ভারতের বেসরকারি টেলিভিশন চ্যানেল জি হিন্দুস্তানের এক লাইভ টকশোতে অতিথিদের মধ্যে হাতাহাতির ঘটনা ঘটেছে। তিন তালাকের বিরুদ্ধে সোচ্চার দেশটির নারী আইনজীবী ফারাহ ফায়াজের সঙ্গে ওই টকশোতে এজাজ আরশাদ কাজমি নামের এক মাওলানার এ হাতাহাতি হয়।

টেলিভিশন লাইভ টকশোতে অনেক সময় অতিথিদের চিৎকার-চেচামেচির ঘটনা দেখা গেছে- কিন্তু হাতাহাতি বা মারপিটে জড়িয়ে পড়া বিরল। টকশোতে তিন তালাকের বিরোধিতা করে ওই নারী কথা বলায় এ ঘটনা ঘটে।

বিতর্কের সময় আইনজীবী ফায়াজ বলেন- এখন যেভাবে মুসলিমরা তিন তালাকের চর্চা করছেন সেটি কোরআন স্বীকৃত কোনো পদ্ধতি নয়। যথোপযুক্ত সম্মতি ছাড়া তিন তালাকের এই প্রক্রিয়ায় প্রত্যেক মুসলিম নারীর মৌলিক মানবাধিকার লঙ্ঘিত হয়। বিয়ে এবং তালাকের ব্যাপারে যথাযথ আইন না থাকার কারণে মুসলিম নারীরা বৈষম্যের স্বীকার হচ্ছেন।

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন