২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

তিনশ ছক্কায় ‘হিটম্যানের’ রেকর্ড

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:২৯ অপরাহ্ণ, ২৪ সেপ্টেম্বর ২০১৮

পাকিস্তানের বিপক্ষে সুপার ফোরের দ্বিতীয় ম্যাচে ওয়ানডে ক্যারিয়ারের ১৯তম শতক হাঁকিয়েছেন ভারতের ‘হিটম্যান’ খ্যাত রোহিত শর্মা। ১১৯ বলের ইনিংসে ৭টি চারের পাশাপাশি ৪টি ছক্কা হাঁকিয়েছেন রোহিত। এর মধ্যে তৃতীয় ছক্কায় গড়েছেন দ্রুততম ভারতীয় হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে তিনশো ছক্কা হাঁকানোর রেকর্ড।

রোববারের ম্যাচে মাঠে নামার আগে ৩০০ ইনিংস খেলে রোহিত শর্মার নামের পাশে মোট ছক্কা ছিলো ২৯৭টি। ইনিংসের ২৮তম ওভারে শাদাব খানকে ডিপ মিড উইকেটের উপর হাঁকান ব্যক্তিগত ইনিংসের তৃতীয় ছক্কা। এর সাথে মাত্র ৩০১ ইনিংসে ক্রিকেটে ছুঁয়ে ফেলেন আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০ ছক্কার মাইলফলক।

ভারতের পক্ষে আন্তর্জাতিক ক্রিকেটে রোহিতের আগেই ৩০০ ছক্কার মাইলফলক স্পর্শ করেছেন মহেন্দ্র সিং ধোনি। তবে হিটম্যানের মতো এতো কম ইনিংসে পারেননি তিনি। ৩০১ ইনিংসে ৩০০ ছক্কা হাঁকিয়ে রোহিত ভারতীয়দের মধ্যে দ্রুততম হলেও বিশ্বের দ্রুততম হতে পারেননি।

কারণ মাত্র ২৭৬ ইনিংসে ৩০০ ছক্কা হাঁকিয়ে এ রেকর্ডে সবার উপরে অবস্থান করছেন পাকিস্তানের সাবেক অলরাউন্ডার শহীদ আফ্রিদি। সবমিলিয়ে সপ্তম ক্রিকেটার হিসেবে আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০ ছক্কার মাইলফলকে পৌঁছেছেন রোহিত।

তার আগে শহীদ আফ্রিদি (৫০৮ ইনিংসে ৪৭৬ ছক্কা), ক্রিস গেইল (৫১৩ ইনিংসে ৪৭৬ ছক্কা), ব্রেন্ডন ম্যাককালাম (৪৭৪ ইনিংসে ৩৯৮ ছক্কার), সনাৎ জয়াসুরিয়া (৬৫১ ইনিংসে ৩৫২ ছক্কা), মহেন্দ্র সিং ধোনি (৫০০ ইনিংসে ৩৪২ ছক্কা) ও এবি ডি ভিলিয়ার্স (৪৮৪ ইনিংসে ৩২৮ ছক্কা) আন্তর্জাতিক ক্রিকেট ৩০০ হাঁকানোর কৃতিত্ব দেখিয়েছেন।

আন্তর্জাতিক ক্রিকেটে ৩০০ ছক্কা হাঁকানোর পথে ৪৩ টেস্ট ইনিংসে ২৯টি, ১৮১ ওয়ানডে ইনিংসে ১৮৯টি ও ৭৭টি টি-টোয়েন্টি ইনিংসে ৮৯টি ছক্কা মেরেছেন রোহিত।

0 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন