২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

তুরস্ক উপকূলে নৌকাডুবি, ৯ অভিবাসীর প্রাণহানি

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৫৪ অপরাহ্ণ, ০৯ আগস্ট ২০১৮

তুরস্কের পশ্চিম উপকূলে একটি অভিবাসীবাহী নৌকা ডুবে গেছে। এতে অন্তত ৯ জন নিহত হয়েছে। চারজনকে উদ্ধার করা হয়েছে। তুর্কি কোস্টগার্ডের বরাতে এই তথ্য জানা গেছে।

তুর্কি কোস্টগার্ড জানিয়েছে, আয়দিন প্রদেশের কুসদাসির কাছে নৌকাটি ডুবে গেছে। এই স্থানটি পর্যটকদের কাছে খুবই জনপ্রিয়।

উল্লেখ্য, এই পথ দিয়ে ২০১৫ সাল থেকে লাখো শরণার্থী ইউরোপে প্রবেশের চেষ্টা করছে। ২০১৬ সালে ইইউ ও তুরস্কের মধ্যে একটি সমঝোতা হয়। এরপর এই হার অনেকটা কমে আসে।

অভিবাসীরা গ্রিস দিয়ে ইউরোপ প্রবেশের চেষ্টায় এই উপকূলটি ব্যবহার করে।

তুর্কি কর্মকর্তারা জানিয়েছেন, চলতি বছর এই উপকূল দিয়ে ইউরোপে যাওয়ার পথে ৫৪ জন প্রাণ হারিয়েছে।

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন