২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

দ্বিগুণ নির্বাহী ক্ষমতা নিয়ে নতুন মেয়াদ শুরু করলেন এরদোয়ান

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:৫৭ অপরাহ্ণ, ১০ জুলাই ২০১৮

তুরস্কের প্রেসিডেন্ট হিসেবে শপথ নিয়েছেন রিসেপ তাইয়েপ এরদোয়ান। আগামী পাঁচ বছরের জন্য আগের চেয়ে দ্বিগুণ নির্বাহী ক্ষমতা নিয়ে দেশ শাসন করবেন তিনি। গতকাল সোমবার তুরস্কের পার্লামেন্ট দপ্তরে শপথ নেন এই নেতা।

তুরস্কের রাজধানী আঙ্কারায় প্রেসিডেন্ট প্যালেসে এরদোয়ানের অভিষেক অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।অনুষ্ঠানে উপস্থিত কয়েক হাজার অতিথির সামনে ভাষণ দেন তিনি।

এরদোয়ান বলেন, আমরা আজ থেকে নতুনভাবে শুরু করছি। রাজনৈতিক ও অর্থনৈতিক বিশৃঙ্খলা আমাদের দেশের অনেক ক্ষতি করেছে।আমরা ওই অবস্থা পেছনে ফেলে এসেছি।

এদিকে, গতকাল জামাতা বেরাক আলবাইরাককে তুরস্কের অর্থমন্ত্রী হিসেবে নিয়োগ দিয়েছেন এরদোয়ান।

উল্লেখ্য, রাশিয়ার প্রধানমন্ত্রী দিমিত্রি মেদভেদেভ, ভেনেজুয়েলার প্রেসিডেন্ট নিকোলাস মাদুরো এবং কাতারের আমির শেখ তামিম বিন হামাদ আল থানিসহ বিশিষ্ট ব্যক্তিবর্গ এরদোয়ানের অভিষেক অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

8 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন