২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

নৌযান সার্ভে সনদ অনলাইনে

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:৩২ অপরাহ্ণ, ১২ সেপ্টেম্বর ২০১৮

ঘরে বসেই অনলাইনের মাধ্যমে নৌযানের সার্ভে সনদ পাওয়া যাবে। অনলাইন সেবা কার্যক্রম চালুর ফলে ম্যানুয়াল পদ্ধতির সেবাগুলো অনলাইনেই পাওয়া যাবে।

এ লক্ষ্যে বুধবার (১২ সেপ্টেম্বর) রাজধানীর মতিঝিলে বিআইডব্লিউটিএ কার্যালয়ে অনলাইনে নৌযানের সার্ভে সনদ প্রদান কার্যক্রম উদ্বোধন করেছেন নৌমন্ত্রী শাজাহান খান ।

আয়োজকরা জানান, এ সনদ দেয়ার জন্য আগে নৌযান মালিকদের অনেক ভোগান্তি হত। ম্যানুয়ালি পেতে সময়ও লাগতো অনেক। অনলাইন হওয়ায় এখন দ্রুত সনদ পাওয়া যাবে। এখন থেকে নৌযান মালিকদের নৌপরিবহন অধিদফতরের ওয়েবসাইট লগইন করে আবেদন ফরম পূরণ করতে হবে। ফরম পূরণের পর প্রিন্ট করে প্রয়োজনীয় কাগজপত্রসহ জমা দেবেন। পরবর্তীতে পর্যায়ক্রমে সব ধরনের প্রক্রিয়া শেষে মহাপরিচালকের অনুমোদনের পর আবেদনকারীর কাছে পাঠানো হবে। আবেদনকারী ঘরে বসে তা প্রিন্ট করে নিতে পারবেন।

নৌপরিবহন অধিদফতরের মহাপরিচালক সৈয়দ আরিফুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন নৌপরিবহন মন্ত্রণালয়ের সচিব আবদুস সামাদ, অধিদফতরের চিফ ইঞ্জিনিয়ার মো. মঞ্জুরুল কবীর প্রমুখ।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন