২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

পটুয়াখালীতে ব্রিজ ভেঙে মাল বোঝাই ট্রাক খালে

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১০:৩৫ অপরাহ্ণ, ১১ আগস্ট ২০১৭

পটুয়াখালীর মির্জাগঞ্জে পাথর বোঝাই ট্রাক পারাপারের সময় চৈতা খালের উপর ষ্টীলের বেলী ব্রিজটি ভেঙে সড়ক যোগাযোগ বিচ্ছিন্ন হয়ে পড়েছে। এ ঘটনায় ট্রাকের চালকসহ তিন জন আহত হয়েছেন। আহতদের নাম পরিচয় পাওয়া যায়নি।

উপজেলার কাঠালতলী এলাকায় বৃহস্পতিবার রাত একটার দিকে এ ঘটনা ঘটে। এতে করে দক্ষিণাঞ্চলের সাথে যোগাযোগ ব্যবস্থা বন্ধ হয়ে গেছে। শুক্রবার সকালে দুর্ঘটনার খবর পেয়ে উপজেলা নির্বাহী অফিসার শাহ্ মোহাম্মদ রফিকুল ইসলাম ও স্থানীয় ইউপি চেয়ারম্যান মো. মনিরুল ইসলাম তালুকদার ঘটনাস্থল পরিদর্শন করেন।

স্থানীয় সূত্রে জানা যায়, বাকেরগঞ্জ-কাঠালতলী-সুবিদখালী-চান্দখালী-বরগুনা মহাসড়কের সংস্কার ও বিভিন্ন স্থানে ব্রিজের কাজ চলমান রয়েছে। এর মধ্যে উপজেলার কাঠালতলী চৈতা খালের উপর ব্রিজের কাজ শেষ হলেও এপ্রোচের কাজ বাকি রয়েছে। পাশের নির্মিত ষ্টীলের বেলী ব্রিজ দিয়ে যোগাযোগ ব্যবস্থা সচল রাখা হয়েছে।

কাঠালতলী বাজারের পাহারাদার মো. হারুন সিকদার জানান, ঘটনার সময় বৃহস্পতিবার রাত একটার দিকে একটি-একটি করে তিনটি মালবাহী ট্রাক পার হলেও শেষের ট্রাকটি ব্রিজের উত্তর পার থেকে দক্ষিণ পারে পৌঁছার পর ব্রিজের রেলিং স্টাকচারে ধাক্কা খেলে ট্রাকসহ ভেঙে খালে পড়ে যায়। এতে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানের সাথে যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। দুর্ভোগে পড়েছে দক্ষিণের যাত্রীসহ রোগীরা।

কাঠালতলী ষ্টীলের বেলী ব্রিজটি ভেঙে পড়ায় যোগাযোগ ব্যবস্থা ভেঙে পড়েছে। তবে আগামী এক সপ্তাহের মধ্যে যোগাযোগ ব্যবস্থা স্বাভাবিক হবে বলে জানানো হয় সড়ক ও জনপদ বিভাগ থেকে।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন