২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

পটুয়াখালীতে মাদক বিক্রেতার কারাদণ্ড

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৪:২৪ অপরাহ্ণ, ২৩ সেপ্টেম্বর ২০১৮

পটুয়াখালীতে মাদক মামলায় মো. নেছার আহমেদ বাবু (৩০) নামে এক যুবককে সাত বছরের সশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। রোববার (২৩ সেপ্টেম্বর) দুপুরে আসামির অনুপস্থিততে পটুয়াখালী বিশেষ দায়রা জজ আদালতের বিচারক মো. শহিদুল্লাহ এ রায় প্রদান করেন।

আদালত সূত্রে জানা গেছে- ২০১৬ সালের ২১ মে র‌্যাব-৮ শহরের পুরান বাজার আখড়া বাড়ি এলাকা থেকে ১০০ পিস ইয়াবা ও তিন গ্রাম হেরোইনসহ মো. নেছার আহমেদ বাবুকে আটক করে। ওই ঘটনায় র্যাব বাদী হয়ে সদর থানায় মামলা করে।

আজ বাদী ও আইওসহ দশ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে বাবুকে তিন গ্রাম হেরোইনের জন্য ২ বছর সশ্রম কারাদণ্ড ও ২ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের সশ্রম কারাদণ্ড এবং ১০০ পিস ইয়াবার জন্য ৫ বছর সশ্রম কারাদণ্ড ও ৫ হাজার টাকা জরিমানা অনাদায়ে ২ মাসের সশ্রম কারাদণ্ড দেয়া হয়। উভয় সাজা একত্রে চলবে বলে বলেও উল্লেখ করেন বিচারক।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন পাবলিক প্রসিকিউটর অ্যাডভোকেট আরিফুল হক টিটো ও আসামি পক্ষে মামলা পরিচালনা করেন অ্যাড. চন্দন সমাদ্দার।’

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন