২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

পটুয়াখালী আগুনে পুড়ে ১০ ব্যবসাপ্রতিষ্ঠানে ক্ষতি ৬ কোটি

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:০০ অপরাহ্ণ, ১৩ ফেব্রুয়ারি ২০১৮

পটুয়াখালীর রাঙ্গাবালী উপজেলায় ভয়াবহ অগ্নিকাণ্ডে ১০টি ব্যবসাপ্রতিষ্ঠান পুড়ে ছাই হয়েছে। মঙ্গলবার রাত ৩টার দিকে বাহের চর বাজার এলাকায় এ ঘটনা ঘটে।

এতে ৬ কোটি টাকার ক্ষতি হয়েছে বলে দাবি করছেন ঘর মালিকরা।

স্থানীয় সূত্রে জানা গেছে- আব্বাস হাওলাদারের মুদি দোকান থেকে আগুনের সূত্রপাত হয়। মুহূর্তের মধ্যে সেই আগুন ছড়িয়ে পড়ে আশপাশের দোকানগুলোতে। ফলে পুড়ে যায় সবুজ প্যাদার পেট্রল-মবিলের দোকান, বশার হাওলাদারের গ্যাস সিলিন্ডারের দোকান, শাকিল আহম্মেদের মোবাইল সার্ভিসিং দোকান, দিলিপ ডাক্তারের ওষুধের দোকান, তালেব ফকিরের মুদি দোকান, দুলাল মৃধার চা দোকান ও ফিরোজ ফকিরের চা দোকান।

ক্ষতিগ্রস্থ ব্যবসায়ী বশার হাওলাদার বরিশালটাইমসকে বলেন, আমরা চর এলাকার মানুষ। আমাদের কাছে ফায়ার সার্ভিস আসার কোনো ব্যবস্থা নেই। তাই সব শেষ হয়ে গেছে। অগুনে পুড়ে আমাদের প্রায় ৬ কোটি টাকার ক্ষতি হয়েছে।

বিষয়টি নিশ্চিত করে রাঙ্গাবালী থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিলন কৃষ্ণ মিত্র বরিশালটাইমসকে বলেন, আমি ঘটনাস্থল পরিদর্শন করেছি। বেশ কয়েকটি দোকান পুড়ে ছাই হয়ে যায়।

পটুয়াখালী জেলা প্রশাসক ড. মো. মাছুমার রহমান বরিশালটাইমসকে বলেন, অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত প্রতিটি পরিবারকে নগদ ৭ হাজার টাকা, ৩০ কেজি চাল ও তিন বান্ডিল টিন বরাদ্দ দেয়া হয়েছে।’

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন