২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

পিরোজপুরের কাউখালীর শিয়ালকাঠী ইউপির দুটি কেন্দ্রে ভোট ৩ অক্টোবর

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:০৮ অপরাহ্ণ, ২১ সেপ্টেম্বর ২০১৮

পিরোজপুরের কাউখালী উপজেলার ৫নং শিয়ালকাঠী ইউনিয়ন পরিষদ নির্বাচনে স্থগিত হওয়া দুটি কেন্দ্রের ভোট ৩ অক্টোবর অনুষ্ঠিত হবে। কেন্দ্র দুটি হলো শিয়ালকাঠী ইউনিয়নের ৪৬ নং দক্ষিণ শিয়ালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র (তালুকদার হাট) ও ৪৭ নং মধ্য শিয়ালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্র (মোল্লাবাড়ী)।

নির্বাচন কমিশনের যুগ্ম-সচিব ফরহাদ আহম্মদ খান স্বাক্ষরিত চিঠিতে স্থগিত ওই কেন্দ্রে চেয়ারম্যান, ১ ও ৩ নং ওয়ার্ডের সাধারণ সদস্য ও ১ নং ওয়ার্ডের সংরক্ষিত নারী সদস্য পদে পুনরায় ভোট গ্রহণের কথা বলা হয়েছে।
রিটার্নিং কর্মকর্তা খান জুলহাস কবীর জানান, ২০১৬ সালের ২২ মার্চ কাউখালী উপজেলার পাঁচটি ইউনিয়নে নির্বাচন অনুষ্ঠিত হয়। নির্বাচনের দিন দুপুর ১২টার দিকে কাউখালী উপজেলার শিয়ালকাঠি ইউনিয়নের ৪৬ নং দক্ষিণ শিয়ালকাঠী সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে (তালুকদার হাট) এক মেম্বর প্রার্থী ব্যালট বাক্স ছিনতাইয়ের চেষ্টা করে। পুলিশ পরিস্থিতি নিয়ন্ত্রণে ৬ রাউন্ড গুলি চালায়। পরে ভিন্ন ঘটনায় দুই মেম্বর প্রার্থীর মধ্যে সংঘর্ষ ঘটলে ওই কেন্দ্রের নির্বাচন বন্ধ করে দেওয়া হয়।

পরবর্তীতে নির্বাচন কমিশনের তদন্তের পর ফলাফল বাতিল করা করা হয়। চেয়ারম্যান প্রার্থী দেলোয়ার হোসেন সিকদার ফলাফল বাতিলের বিরুদ্ধে উচ্চ আদালতে মামলা করেন। মামলা খারিজ হওয়ার পরে এফিলিয়েট ডিভিশনে মামলা দায়ের করেন। সেখানেও দেলোয়ার হোসেন সিকদারের মামলা খারিজ হয়ে যায়। এরপর নির্বাচন কমিশন এ নির্বাচনের ঘোষণা দেয়।

এছাড়া ওই ইউনিয়নের ৪৭ নং সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে (মোল্লাবাড়ী) বহিরাগত লোকজন ঢুকে ব্যালট পেপার ছিনতাই করে নিয়ে যায়। এ ঘটনায় ওই কেন্দ্রের ভোট বন্ধ করে দেওয়া হয়।

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন