২৩শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার

পিরোজপুরে কিশোরকে আত্মহত্যার প্ররোচনা অভিযোগে গ্রেপ্তার ৩

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:৪৪ অপরাহ্ণ, ০৬ ডিসেম্বর ২০১৭

পিরোজপুরের মঠবাড়িয়ায় আরিফুল ইসলাম (১৭) নামের এক কিশোরকে মারধর ও আত্মহত্যার প্ররোচনার অভিযোগে তিন জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতে নিহত আরিফুল ইসলামের মা মমতাজ বেগম বাদী হয়ে মামলা করেছেন।

ওই মামলায় উপজেলার ঝাটিবুনিয়া গ্রামের জহিরুল ইসলামকে প্রধান আসামি করে আটজনের নাম উল্লেখ করা হয়েছে।

পুলিশ মামলার এজাহারভুক্ত তিন আসামি ঝাটিবুনিয়া গ্রামের মাইনুল ইসলাম (২২), ইউসুফ মিয়া (৩০) এবং পূর্ব সাপলেজা গ্রামের মলয় বিশ্বাসকে (৩২) গ্রেপ্তার করে আদালতে হাজির করে। সংশ্লিষ্ট আদালতের বিচারকের তাদের কারাগারে পাঠিয়েছেন।

পুলিশ জানিয়েছে- গত মঙ্গলবার সকালে আরিফুল ইসলাম পার্শ্ববর্তী এক কিশোরীর সঙ্গে দেখা করতে যান। ওই মেয়েটি আরিফুল ইসলামের পরিচিত। এ সময় স্থানীয় জহিরুল ইসলাম, মাসুম ও মাইনুলসহ কয়েকজন যুবক আরিফুলকে মারধর করেন। এমনকি তারা আরিফুলকে স্থানীয় গ্রাম পুলিশের কাছে হস্তান্তর করে। পরে আরিফুলকে নিয়ে যান তার মা ও খালা। বিকেলে আরিফুল বিষাক্ত বড়ি খেয়ে অসুস্থ হয়ে পড়ে। তাকে হাসপাতালে নেওয়া হলে সেখানে মারা যায় আরিফুল।

এই বিষয়ে মঠবাড়িয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম তারিকুল ইসলাম বরিশালটাইমসকে বলেন, এ ঘটনায় গ্রেপ্তার তিনজনকে বুধবার দুপুরে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে। নিহতের লাশের ময়নাতদন্ত পিরোজপুর সদর হাসপাতাল মর্গে সম্পন্ন হয়েছে।’

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন