২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

পিরোজপুরে ক্যান্সারে আক্রান্ত ফাতিমাকে ৫ লাখ টাকার অনুদান

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৮:২২ অপরাহ্ণ, ৩০ সেপ্টেম্বর ২০১৮

পিরোজপুরের মঠবাড়িয়ায় রোববার সকালে উপজেলা পরিষদ সভাকক্ষে ব্লাড ক্যান্সারে আক্রান্ত স্কুলছাত্রীকে ৫ লাখ ৫৩ হাজার টাকার অনুদান দেয়া হয়েছে।

ফাতিমা আক্তার ৫৬ নম্বর মডেল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের তৃতীয় শ্রেণির ছাত্রী। উপজেলা চেয়ারম্যান মো. আশরাফুর রহমান ও চিকিৎসা সহায়তার তহবিলের উদ্যোক্তা আওয়ামী লীগ নেতা মো. আরিফ-উল-হক এ অর্থ তুলে দেন।

এসময় বক্তব্য দেন, আওয়ামী লীগ নেতা এমাদুল হক খান, মুক্তিযোদ্ধা মোস্তফা শাহ আলম দুলাল,কৃষি কর্মকর্তা মোহাম্মাদ মনিরুজ্জামান, মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা শেখ শাজাহান আলী, প্রেস ক্লাব সভাপতি জাহিদ উদ্দিন পলাশ, যুবলীগ নেতা প্রভাষক জুলহাস শাহিন ও অসুস্থ ফাতিমার বাবা হাবিবুর রহমান প্রমুখ।

চলতি বছরের এপ্রিল মাসে ফাতিমা অসুস্থ হয়ে পড়লে ঢাকা মেডিকেলে নিয়ে যাওয়া হয়। সেখানে পরীক্ষা-নিরীক্ষা শেষে চিকিৎসকরা জানান, ফাতিমা দুরারোগ্য ব্লাড ক্যান্সারে আক্রান্ত। শিশুটি বর্তমানে খুলনা মেডিকেল কলেজ হাসপাতাল ক্যান্সার বিভাগের সহকারী অধ্যাপক ডা.মুকিতুল হুদার তত্ত্বাবধানে চিকিৎসা চলছে তার।

ফাতিমার বাবা ফল ব্যবসায়ী হাবিবুর রহমান বাবুল সন্তানের চিকিৎসার ব্যয় মেটাতে এরইমধ্যে তার শেষ সম্বল ৫ কাঠা জমি বিক্রি করে সর্বস্বান্ত। অর্থভাবে শিশুটির উন্নত চিকিৎসা বন্ধ হয়ে পড়ে। এর পর শিশুটির জন্য বিভিন্ন জাতীয় দৈনিক ও সামাজিক যোগাযোগ মাধ্যমে শিশুটির দুরবস্থা প্রকাশিত হয়।

এমন অবস্থায় স্থানীয় আওয়ামী গীগ নেতা মো. আরিফুর হক প্রথমে নিজ উদ্যোগে চিকিৎসার সহায়তা তহবিল গঠন করেন। এতে সাড়া দিয়ে উপজেলা প্রশাসনসহ বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান ও নানা সামাজিক সংগঠন ওই তহবিলে অর্থ সহায়তা দেন। এতে ৫ লক্ষ ৫৩ হাজার টাকা জমা পড়ে। ওই অর্থে শিশু ফাতিমার খুলনা মেডিকেলে চিকিৎসা চলছে।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন