২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

পিরোজপুরে চালক ও হেলপারের সহযোগিতায় বাস ডাকাতি, অতঃপর…

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:৪৭ অপরাহ্ণ, ২৩ মে ২০১৮

পিরোজপুরে চালক-হেলপারের সহযোগিতায় ইমাদ পরিবহনে ডাকাতির ঘটনা ঘটেছে বলে অভিযোগ পাওয়া গেছে। এই ঘটনায় ইমাদ পরিবহনের চালক ও হেলপারকে আটক করেছে পুলিশ।

গতকাল মঙ্গলবার (২২ মে) রাতে ঢাকা থেকে পিরোজপুরগামী ইমাদ পরিবহনের (ঢাকা মেট্রো-ব ১৪-৭৫৫৭) গাড়িতে ডাকাতির এ ঘটনা ঘটে। এ সময় ডাকাতদের হামলায় ৩ যাত্রী আহত হন। সেই সঙ্গে নগদ টাকা ও প্রায় ১০ লক্ষাধিক টাকার মালামাল লুট করে নেয় ডাকাতরা।

ডাকাতের হামলায় আহত প্রত্যক্ষদর্শী নিজাম সর্দার জানিয়েছেন, তিনি ঢাকার গুলিস্থান থেকে ওই বাসে পিরোজপুরে আসছিলেন। রাতের আড়াইটার দিকে বাগেরহাট জেলার চিতলমারি উপজেলার কুনিয়া মোড় থেকে বাসচালক ও হেলপারের সহযোগিতায় কয়েকজন ডাকাত বাসে ওঠে।

বাসে ওঠেই হামলা চালিয়ে ৩ যাত্রীকে আহত করে ডাকাতরা। ঘণ্টাব্যাপী ডাকাতি চালিয়ে উপজেলার শাখারীকাঠী ইউনিয়নের নতুন রাস্তা মোড় এলাকায় নেমে যায় ডাকাতরা।

ওই বাসের যাত্রী সৌদিপ্রবাসী আবুল হোসেন বরিশালটাইমসকে বলেন, আমার নগদ টাকা, স্বর্ণালংকার ও ল্যাপটপসহ প্রায় ২ লাখ টাকার মালামাল লুট করে নিয়ে যায় ডাকাতরা।

নাজিরপুর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. হাবিবুর রহমান বরিশালটাইমসকে জানান, ওই বাসে থাকা যাত্রীদের অভিযোগের ভিত্তিতে বাসচালক তরিকুল ইসলাম (২৬) ও হেলপার সুজন গাজীকে (২৩) আটক করা হয়েছে। জিজ্ঞাসাবাদ শেষে তাদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হবে।’

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন