২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

পিরোজপুরে ফেরিডুবি, বরিশালসহ ১৮ রুটে যানবাহন চলাচল বন্ধ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:৩৫ অপরাহ্ণ, ০৬ ডিসেম্বর ২০১৭

পিরোজপুরের কচা নদীর বেকুটিয়া ঘাটে তেলবাহী ট্যাংকারের আঘাতে ব্যাক প্লেট ফেটে একটি ফেরি নিমজ্জিত হয়েছে। তবে এতে কোনো হতাহতের ঘটনা না ঘটলেও বরিশালসহ এ অঞ্চলের ১৮ রুটে ওই ঘাট থেকে সকল প্রকার নৌযান চলাচলা বন্ধ রয়েছে।

ফেরিঘাটের সুপারভাইজার মো. রফিকুল ইসলাম বরিশালটাইমসকে বিষয়টি নিশ্চিত করেছেন।

বরিশাল বিভাগের ফেরি ডিভিশনের নির্বাহী প্রকৌশলী মো. শামিমুল হক ও পিরোজপুরের নির্বাহী প্রকৌশলী (সওজ) মো. নজরুল ইসলাম বরিশালটাইমসকে জানান, মঙ্গলবার রাত সাড়ে ১২টায় কচা নদীর বেকুটিয়ার ২৬ নম্বর ফেরিটি পিরোজপুর থেকে একটি যাত্রীবাহী বাস (পরিবহন) ও গরু বোঝাই ট্রাক নিয়ে বরিশাল যাওয়ার সময় একটি বৃহদাকার তেলবাহী ট্যাংকার তাতে আঘাত করে। এতে ফেরিটির ব্যাক প্লেট ফেটে যায়।

এ সময় ফেরিটি ডুবে হওয়ার উক্রম হলে চালক দ্রুত ফেরিটি কিনারে নিতে সক্ষম হন। এক পর্যায়ে বরিশাল প্রান্তে ফেরিটি ডুবে যায়। এতে যানবাহন গুলো আটকা পড়লেও যাত্রীদের উদ্ধার করা হয়।

ওই ঘাট থেকে নৌযান চলাচল বন্ধ রয়েছে। বরিশাল থেকে ক্রেন নিয়ে উদ্ধারকারী দল আসলে ফেরি উদ্ধার শুরু হবে।’

3 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন