১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

পিরোজপুরে মাদক বিক্রেতার ৬ বছরের কারাদণ্ড

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৫৮ অপরাহ্ণ, ১০ জুলাই ২০১৮

পিরোজপুরের নাজিরপুর উপজেলার বরইবুনিয়া গ্রামের আমিনুল ইসলাম পলাশ (৩২) নামে এক মাদক বিক্রেতাকে ছয় বছরের কারাদণ্ড দিয়েছেন আদালাত। পাশাপাশি ১০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও তিন মাসের কারাদণ্ড দেওয়া হয়েছে।

মঙ্গলবার (১০ জুলাই) দুপুরে পিরোজপুরের জেলা ও দায়রা জজ মো. রফিকুল ইসলাম এ দণ্ডাদেশ দেন। দণ্ডপ্রাপ্ত আমিনুল নাজিরপুর উপজেলার বরইবুনিয়া গ্রামের মৃত হিঙ্গুল আলী শেখের ছেলে।

আদালত সূত্রে জানা যায়, ২০১৪ সালের ১৯ সেপ্টেম্বর রাতে পুলিশ ইয়াবা ট্যাবলেট কেনা-বেচার খবর পেয়ে উপজেলার উত্তর ঝনঝনিয়া গ্রামে অভিযান চালিয়ে আমিনুলকে গ্রেফতার করে। এসময় তার কাছ থেকে ৭৪ পিস ইয়াবা জব্দ করে পুলিশ।

এ ঘটনায় নাজিরপুর থানার উপ-পরিদর্শক (এসআই) সনজীব কুমার পাহলাম বাদী হয়ে আমিনুলের বিরুদ্ধে স্থানীয় থানায় মামলা করেন। ওই বছরের ৩১ অক্টোবর মামলার তদন্ত কর্মকর্তা নাজিরপুর থানার ওসি নাসির উদ্দিন মল্লিক আমিনুল ও উপজেলার ঝনঝনিয়া গ্রামের সাঈদ মোল্লার (৩৫) বিরুদ্ধে আদালতে চার্জশিট (অভিযোগপত্র) দেন।

আদালত ১১ জন সাক্ষীর সাক্ষ্য শেষে আসামির উপস্থিতিতে রায় ঘোষণা করেন। অভিযোগ প্রমাণিত না হওয়ায় সাঈদ মোল্লাকে খালাস দেওয়া হয়।

রাষ্ট্রপক্ষে মামলা পরিচালনা করেন সরকারি কৌঁসুলি (পিপি) খান মো. আলাউদ্দিন। আসামি পক্ষে আইনজীবী ছিলেন কানাই লাল বিশ্বাস।

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন