২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

পিরোজপুরে মাদক ব্যবসায়ির যাবজ্জীবন কারাদণ্ড

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৬:৫৭ অপরাহ্ণ, ১০ মে ২০১৮

পিরোজপুরে খলিলুর রহমান গাজী (৫০) নামে এক মাদক বিক্রেতাকে যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এছাড়া ২০ হাজার টাকা জরিমানা অনাদায়ে আরও এক বছরের কারাদণ্ড দেয়া হয়।

বৃহস্পতিবার (১০ মে) দুপুরে পিরোজপুর জেলা ও দায়রা জজ রফিকুল ইসলাম এ রায় দেন।

দণ্ডপ্রাপ্ত রফিকুল ইসলাম সাতক্ষীরা জেলার কালিগঞ্জ উপজেলার দেভাটা গ্রামের বাসিন্দা।

আদালত সূত্রে জানা গেছে- ২০১২ সালের ১০ জুলাই খলিলুর রহমান গাজী ৪৮ বোতল ফেনসিডিল নিয়ে সাতক্ষীরা থেকে একটি বাসে বরিশাল যাচ্ছিলেন। বিকেল ৪টার দিকে মাদকদ্রব্য অধিদপ্তর ও জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) পিরোজপুরের বলেশ্বর ব্রিজের টোল ঘরের সামনে ওই বাসটি থামিয়ে তল্লাশি চালায়। এসময় খলিলুর রহমানকে ৪৮ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়।

এ ঘটনায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের পরিদর্শক আব্দুল মালেক বাদী হয়ে পিরোজপুর সদর থানায় মামলা করেন। ১০ জন সাক্ষীর সাক্ষ্যগ্রহণ শেষে আসামির উপস্থিতিতে বৃহস্পতিবার দুপুরে আদালত এ রায় দেন।

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন