২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

পুলিশের ট্রলারে হামলার ঘটনায় ৮০ জেলের বিরুদ্ধে মামলা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৭:৫৩ অপরাহ্ণ, ১১ অক্টোবর ২০১৭

বরিশালের মুলাদী উপজেলার জয়ন্ত নদীতে পুলিশের ট্রলারে হামলার ঘটনায় ৮০ জেলের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে। বুধবার বেলা ২টার দিকে মুলাদী উপজেলা মৎস্য অফিসার অপু সাহা বাদী হয়ে মামলাটি দায়ের করেন। এই মামলায় ১০ জনকে নামধারী অসামি করা হয়েছে। বাকি ৭০ জনকে অজ্ঞাত হিসেবে উল্লেখ করা হয়েছে বলে জানা গেছে।

বিষয়টির সত্যতা নিশ্চিত করে মুলাদী থানার ওসি মো. মতিউর রহমান জানিয়েছেন, সরকারি কাজে বাধা দানের অভিযোগে মুলাদী উপজেলা মৎস্য অফিসার বাদী হয়ে চরভেদুরিয়া গ্রামের সালাম মুন্সি, তার পুত্র রাজিব মুন্সি, জহির মুন্সিসহ ৮০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন। আসামিদের গ্রেফতারে পুলিশ মাঠে কাজ করছে।

এর আগে গত মঙ্গলবার মৎস্য অধিদপ্তরের অফিসার এসএম জামান মুলাদী পুলিশ নিয়ে জয়ন্তী নদীতে পরিদর্শনে নেমে জেলেদের ধাওয়া করেন। ওই সময় জেলেরা দ্রুত ট্রলার চালিয়ে তীরে উঠে অন্তত ৫ শতাধিক জেলে জোটবদ্ধ হয়ে পুলিশের ট্রলারে হামলা চালায়। এতে মৎস্য অফিসার এসএম জামান এবং দুই ট্রলার চালকসহ ৩ জন আহত হন।”

 

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন