২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

পুলিশের সাথে ‘বন্দুকযুদ্ধে’ নিহত ৪

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:০০ অপরাহ্ণ, ২০ জানুয়ারি ২০১৮

যশোরে এক রাতে কথিত ‘বন্দুকযুদ্ধে’ ৪জন নিহত হয়েছেন। পুলিশের দাবি করছে নিহতরা সকলে ডাকাত।

যশোর জলা পুলিশ সুপার আনিসুর রহমান শনিবার (২০ জানুয়ারি) সকালে সাংবাদিকদের এ তথ্য নিশ্চিত করেছেন।

তবে নিহতদের পরিচয় জানা যায়নি।

লাশগুলো ময়নাতদন্তের জন্য যশোর জেনারেল হাসপাতাল মর্গে রাখা হয়েছে।

সদর উপজেলার নোঙ্গরপুরের ‘বন্দুকযুদ্ধ’ সম্পর্কে কোতোয়ালি থানার উপপরিদর্শক (এসআই) মোখলেসুর রহমান বলছেন, ‘আজ ভোররাতে যশোর-মাগুরা সড়কের নোঙ্গরপুর এলাকায় দুটি ডাকাতদলের মধ্যে গোলাগুলি শুরু হয়। ওই সময় খবর পেয়ে পুলিশের কয়েকটি দল সেখানে যায়।

পুলিশের উপস্থিতি টের পেয়ে ডাকাতরা পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে পুলিশ গুলিতে নিহত দুজনের লাশ উদ্ধার করে।’

ঘটনাস্থল থেকে দুটি ওয়ান শ্যুটারগান, দুটি গুলি, পাঁচটি কার্তুজ, পাঁচটি ধারালো অস্ত্র, দড়ি, স্যান্ডেলসহ ডাকাতির সরঞ্জাম উদ্ধার করা হয় বলেও দাবি করেন এসআই মোখলেসুর।

ঝিকরগাছা থানার সহকারী উপ-পরিদর্শক (এএসআই) রফিকুল ইসলাম সাংবাদিকদের বলেন, ‘চাপাতলা গ্রামের মধ্যে ডাকাত ঢুকে পড়েছে- এলাকাবাসীর কাছ থেকে এমন খবর পেয়ে পুলিশের একটি দল চাপাতলা মাঠে অভিযান চালায়। পরে সেখান থেকে দুই ব্যক্তির লাশ উদ্ধার করে যশোর জেনারেল হাসপাতাল মর্গে পাঠায় পুলিশ।’

‘ডাকাতির পণ্য ভাগাভাগি নিয়ে বিরোধের কারণে এই হত্যাকাণ্ড ঘটতে পারে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ।’

এএসআই আরও বলেন, এখান থেকে একটি বিদেশি পিস্তল, দুটি গুলি ও কয়েকটি ধারালো অস্ত্র উদ্ধার করা হয়েছে।’

1 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন