২৫শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বঙ্গোপসাগরে ট্রলারডুবিতে বরগুনার ১৭ জেলে নিখোঁজ

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ১২:৪২ অপরাহ্ণ, ২১ জুলাই ২০১৮

ঝড়ের কবলে পড়ে বঙ্গোপসাগরে একটি মাছ ধরার ট্রলার ডুবিতে অন্তত ১৭ জেলে নিখোঁজ হয়েছেন। শনিবার (২১ জুলাই) সকাল ৯টার দিকে সুন্দরবন সংলগ্ন বঙ্গোপসাগরের নারিকেলবাড়িয়া এলাকায় এ ট্রলার ডুবির ঘটনা ঘটে।

বরগুনা জেলা মৎস্যজীবী ট্রলার মালিক সমিতির সভাপতি মো. গোলাম চৌধুরী বরিশালটাইমসকে বলেন, সুন্দরবন সংলগ্ন বঙ্গাপসাগরের নারকেলবাড়িয়া এলাকায় মাছ ধরার সময় ঝড়ের কবলে পড়ে এফবি তরিকুল-১ নামের মাছ ধরার ট্রলারটি ডুবে যায়। এতে ট্রলারে থাকা ১৭ জেলে এখন পর্যন্ত নিখোঁজ রয়েছে। নিখোঁজ জেলেদের বাড়ি বরগুনা জেলার বিভিন্ন এলাকায়।

ডুবে যাওয়া ট্রলারটি বরগুনার পাথরঘাটার চরদুয়ানী ইউনিয়নের মাছের খাল এলাকার মো. ছগিরের জানিয়ে গোলাম মোস্তফা চৌধুরী আরও বলেন, নিখোঁজ জেলেদের সন্ধানে ইতোমধ্যেই ঘটনাস্থলে আরও একাধিক ট্রলার পাঠানো হয়েছে।’’

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন