২৮শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বদলে যাচ্ছে বাংলাদেশের পুরুষ ফুটবল?

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৫:০৩ অপরাহ্ণ, ০৫ সেপ্টেম্বর ২০১৮

ভুটানের বিপক্ষে এটা ছিল বাংলাদেশের প্রতিশোধ মিশন। এই ভুটানের বিপক্ষে বাছাইপর্বে হেরে কত লাঞ্ছনা সহ্য করতে হয়েছে ফুটবলারদের। গতকাল মঙ্গলবার সাফ সুজুকি কাপের প্রথম ম্যাচে বাংলাদেশ সঠিক সময়েই গোল করেছে বলে মন্তব্য করেছেন কোচ জেমি ডে। ২-০ গোলের এই জয়ে পূর্ণ ৩ পয়েন্ট পেয়ে সাফ ফুটবল শুরু করেছে জেমি ডের শিষ্যরা। ব্রিটিশ এই কোচ আসার পর থেকেই বদলে যাচ্ছে বাংলাদেশের ফুটবল।

ম্যাচ জয়ের পর প্রতিক্রিয়ায় এই কোচ বলেন, ‘ছেলেরা অনেক পরিশ্রম করেছে। ভালো খেলেছে। সঠিক সময়ে গোল করেছে। আমরা এই ম্যাচটি জিততে চেয়েছি, জিতেছি। পরবর্তী দুই ম্যাচ ভিন্ন দুই প্রতিপক্ষের বিপক্ষে। ম্যাচ বাই ম্যাচ ভালো খেলে এগুতে চাই আমরা। এই ম্যাচে যে ত্রুটি ও অভাব ছিল সেগুলো পরবর্তী ম্যাচে পুষিয়ে নেয়ার চেষ্টা করব।’

এ সময় স্টেডিয়ামে দর্শক উপস্থিতি প্রসঙ্গে বাংলাদেশ দলের কোচ বলেন, ‘দর্শক উপস্থিতি ছিল অসাধারণ। (নীলফামারীতে) শ্রীলঙ্কার বিপক্ষে প্রীতি ম্যাচেও প্রচুর দর্শক ছিল। তবে সেখানে আমরা জয় পাইনি। আজকের ম্যাচেও অনেক দর্শক ছিল। আজ জয় পেয়েছি। বাংলাদেশের দর্শকরা সত্যিই অসাধারণ।’

এ সময় স্বাগতিক দলের মিডফিল্ডার মাসুক মিয়া জনি বলেন, কোচ ভুটানের বিপক্ষে স্বাভাবিক খেলাটা খেলতে বলেছেন। টিম ম্যানেজমেন্টের পক্ষ থেকেও কোনো চাপ ছিল না। তবে আমরা ভুটানের বিপক্ষে জেতার জন্যই খেলেছি। তাদের কাছে হেরে ১৭ মাস আমরা আন্তর্জাতিক ফুটবল খেলতে পারিনি। তাই ভেতরে ভেতরে তাদের হারানোর একটা জেদ সবার মধ্যেই ছিল। সেটা কাজে লাগিয়ে আমরা জয় তুলে নিয়েছি। দর্শকদের ধন্যবাদ দিব। তারা খুব ভালো সমর্থন দিয়েছে আমাদের। আমরা ম্যাচ বাই ম্যাচ ভালো খেলে এগিয়ে যেতে চাই।

ভুটানের কোচ ট্রেভর জেমস মর্গান বলেন, আমাদের ভাগ্য খারাপ ছিল। ম্যাচের দুই অর্ধে শুরুতেই গোল হজম করেছি। এরপর চেষ্টা করেও আমরা গোল পাইনি। যদিও অনেকগুলো সুযোগ তৈরি করেছি। কিন্তু সেগুলো কাজে লাগাতে পারিনি। আমরা আমাদের গেম প্লান ঠিকমতো কাজে লাগাতে পারিনি। বাংলাদেশ ভালো খেলেছে। তাদের দর্শকরা অনেক সমর্থন দিয়েছে। মূলত শুরুতেই গোল হজম করে আমরা পিছিয়ে পড়ি। প্রথমে পিছিয়ে পড়ে সেখান থেকে ফিরে আসাটা কঠিন।’

2 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন