১৮ই এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার

বরগুনায় ইলিশ শিকারের দায়ে জরিমানা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:৫১ অপরাহ্ণ, ১৮ অক্টোবর ২০১৮

ইলিশ প্রজনন মওসুমে নদীতে ইলিশ শিকারের অপরাধে বরগুনার পাথরঘাটাসংলগ্ন বিষখালী নদী থেকে ২৬টি ইলিশ ও তিন হাজার মিটার জালসহ আব্দুল কাদির নামের এক জেলেকে আটক করেছে কোস্টগার্ড। গত বুধবার (১৭ অক্টোবর) সন্ধার পর নির্বাহী ম্যাজিস্ট্রেট ও পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. হুমায়ূন কবির এক হাজার টাকা জরিমানা করে ছেড়ে দেন আব্দুল কাদিরকে।

এর আগে বুধবার (১৭ অক্টোবর) বিকেল ৩টার দিকে বিষখালী নদীর লালদিয়া থেকে তাকে আটক করা হয়। আটক আব্দুল কাদির উপজেলার সদর ইউনিয়নের পদ্মা গ্রামের মৃত আব্দুস সোবহানের ছেলে।

পাথরঘাটা উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. হুমায়ূন কবির বলেন- ইলিশ মাছগুলো এতিমখানায় বিতরণ করা হয়েছে এবং জালগুলো পুড়িয়ে ফেলার নির্দেশ দেওয়া হয়েছে।’

5 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন