২০শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার

বরগুনায় ইউএনও’র হস্তক্ষেপে বাল্যবিয়ে পণ্ড

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০২:৫৪ অপরাহ্ণ, ১৮ অক্টোবর ২০১৮

বরগুনার পাথরঘাটায় উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) হস্তক্ষেপে বাল্যবিয়ে থেকে রক্ষা পেয়েছে মোসা. তামান্না আক্তার (১৫) নামের নবম শ্রেণির এক ছাত্রী। গত বুধবার (১৭ অক্টোবর) বিকেলে উপজেলা নির্বাহী কর্মকর্তা ও নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. হুমায়ূন কবিরের মাধ্যমে উপজেলার কালমেঘা ইউনিয়নের পশ্চিম কালমেঘা গ্রামে এ বাল্যবিয়ে বন্ধ করা হয়।

উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইএনও) মো. হুমায়ূন কবির জানান- উপজেলার কালমেঘা ইউনিয়নের পশ্চিম কালমেঘা গ্রামের মানিকের মেয়ে ও কালমেঘা দাখিল মাদরাসার নবম শ্রেণির ছাত্রী তামান্ন আক্তারের বিয়ে ঠিক হয় বরগুনা সদর উপজেলার নলটোনা ইউনিয়নের সোনাতলা গ্রামের ফজলুর রহমানের ছেলে মো. রবিউলের (১৭) সঙ্গে। খবর পেয়ে নারী নির্যাতন প্রতিরোধ কমিটির সদস্য সাংবাদিক এ এস এম জসিম ও ইউপি সদস্য নাজমা বেগমকে নিয়ে মেয়ের বাড়িতে উপস্থিত হয় পাথরঘাটা উপজেলা প্রশাসন।

এ সময় বিয়ে বন্ধ করে উপজেলা নির্বাহী কর্মকর্তার কার্যালয়ে মেয়ে ও তার বাবা-মাকে আনা হয়। পরে কনের ১৮ বছর বয়স না হওয়া পর্যন্ত বিয়ে দেবেন না মর্মে মুচলেকা রেখে তাঁদেরকে ছেড়ে দেওয়া হয়।’

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন