২৪শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার

বরিশালের নদী বন্দরগুলোতে ২ নম্বর সংকেত জারি

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৯:০৩ অপরাহ্ণ, ০৮ এপ্রিল ২০১৮

বরিশালে বয়ে যাচ্ছে অস্থায়ী দমকা হাওয়া। এই বিভাগে হালকা বৃষ্টিসহ বইছে দমকা বাতাস। এটি কোথাও কোথাও ঘণ্টায় ৮০ কিলোমিটার ঝড়ে রূপ নিতে পারে। সেই সঙ্গে কোথাও কোথাও বিক্ষিপ্তভাবে শিলাবৃষ্টিও হবে।

বরিশালের নদী বন্দরগুলোকে দুই নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে। রোববার (০৮ এপ্রিল) বরিশাল আবহাওয়া অধিদপ্তর এমন তথ্য জানিয়েছে।

বরিশাল আবহাওয়া অফিস সূত্র জানিয়েছে- রোববার রাত ১টা পর্যন্ত বরিশাল অঞ্চলের ওপর দিয়ে পশ্চিম/উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৬০ থেকে ৮০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে ঝড়ো হাওয়া বয়ে যাবে। সেই সঙ্গে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে।

এছাড়া, পশ্চিমা লঘুচাপের বর্ধিতাংশ পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন বাংলাদেশ এলাকায় অবস্থান করছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। ফলে বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় অস্থায়ীভাবে দমকা অথবা ঝড়ো হাওয়াসহ বৃষ্টি/বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে।

এছাড়া বরিশালে একই দিক থেকে ঘণ্টায় ৪০ থেকে ৬০ কিলোমিটার বেগে অস্থায়ীভাবে দমকা/ঝড়ো হাওয়া বয়ে যাবে। এসব এলাকার নদী বন্দরগুলোকে এক নম্বর হুঁশিয়ারি সংকেত দেখাতে বলা হয়েছে।’

আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে- কালবৈশাখী ঝড় বা ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা না থাকলেও নদীবন্দরে হুঁশিয়ারি সংকেত রয়েছে। বর্তমানে দেশে যেভাবে বৃষ্টিপাত হচ্ছে, এই প্রবণতা আগামী বুধবার পর্যন্ত থাকতে পারে। রাতের তাপমাত্রা ১ থেকে দুই ডিগ্রি সেলসিয়াস হ্রাস পাবে।

আগামী সূর্যোদয় হবে ভোর ৫টা ৩০ মিনিটে।’

15 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন