২৯শে মার্চ, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশালে আরও তাপমাত্রা বাড়তে পারে, নেই বৃষ্টির সম্ভবনা

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০৩:০৪ অপরাহ্ণ, ২২ মে ২০১৭

কয়েক দিন ধরে চলা তীব্র তাপপ্রবাহে বরিশাল নগরবাসীর অবস্থা একদম কাহিল। সবচেয়ে খারাপ অবস্থায় পড়েছে শিশু ও বৃদ্ধরা। আর ফুটপাতে থাকা মানুষ ও শ্রমজীবি মানুষের অবস্থাতো আরও খারাপ।

প্রচণ্ড গরমের সঙ্গে বরিশালের কোথাও কোথাও মৃদু তাপপ্রবাহও বইছে।

এ অবস্থা আরও ৪ দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

আবহাওয়াবিদ আফতাব উদ্দিন জানান, বরিশাল বিভাগের ওপর দিয়ে মৃদু তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা অব্যাহত থাকতে পারে। রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকতে পারে।

তিনি জানান, আবহাওয়ার এ অবস্থায় আগামী দু’তিনদিন বৃষ্টির কোন সম্ভাবনা নেই।

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়, লঘুচাপের বর্ধিতাংশ বিহার ও তৎসংলগ্ন এলাকায় অবস্থান করছে, যা উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

পরবর্তী ৭২ ঘন্টায় আবহাওয়ার উল্লেখযোগ্য কোন পরিবর্তন নেই।’’

4 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন