২৬শে এপ্রিল, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার

বরিশালে একদিনে ১৪২টি মামলা, দুটি মোটরসাইকেল আটক

বরিশাল টাইমস রিপোর্ট

প্রকাশিত: ০১:০৭ অপরাহ্ণ, ০৬ আগস্ট ২০১৮

সারাদেশের মতো রোববার (৫ আগস্ট) থেকে বরিশালেও শুরু হয়েছে ট্রাফিক সপ্তাহ। প্রথম দিনে জেলায় ট্রাফিক পুলিশের বিশেষ অভিযানে লাইসেন্সবিহীন ২টি মোটরসাইকেল আটক করা হয়েছে।

চালকদের ড্রাইভিং লাইসেন্স, হেলমেট না থাকা ও ট্রাফিক আইন মেনে না চলার অভিযোগে ১৪২টি মামলা হয়েছে।

বরিশাল মেট্রোপলিটন ট্রাফিক বিভাগের পরিদর্শক রবিউল ইসলাম বরিশালটাইমসকে বলেন- মোটরসাইকেলের লাইসেন্স, ইন্স্যুরেন্স ও কাগজপত্র পরীক্ষা-নিরীক্ষা করে বৈধ কাগজপত্র পাওয়া মোটরসাইকেল ও চালকদের ছেড়ে দেওয়া হয়েছে। তবে আইন লঙ্ঘনের অভিযোগে প্রথমদিনে ১৪২টি মামলা ২টি মোটরসাইকেল আটক করা হয়েছে।’

এর আগে রোববার (০৫ আগস্ট) বেলা ৩টায় শহরের চৌমাথা এলাকায় পুলিশ কমিশনার মোরাশেফ হোসেন ট্রাফিক সপ্তাহ উদ্বোধন করেন। পরবর্তীতে কশিনারের নির্দেশানায় শহরের ৯টি পয়েন্টে চেকপোস্ট বসিয়ে যানবাহনের কাগজপত্র তল্লাশি করা হয়।’

6 বার নিউজটি শেয়ার হয়েছে
  • ফেইসবুক শেয়ার করুন